ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

যশোরে ৬ মামলার আসামীর চোখ তুলে নেয়ার চেষ্টা মাদক ব্যবসায়ীদের

প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৩১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫ ৪৪৯ বার পড়া হয়েছে

দুর্বৃত্তরা চোখ তুলে নেয়ার চেষ্টার পর যুবককে গুরুতর অবস্থায় হাসপাতাল ভর্তি করা হয় -কপোতাক্ষ

যশোরে সম্রাট হোসেন (২৫) নামে এক ব্যবসায়ীর চোখ তুলে নেয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়েছে। সোমবার রাত ১০টার দিকে শহরের চাঁচড়া ডালমিল মাঠপাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, সম্রাটের বিরুদ্ধে হত্যার চেষ্টা, অস্ত্র, মাদকসহ ৬ মামলা রয়েছে। মাদক বেচাকেনা নিয়ে পূর্ববিরোধ ও চাঁদার টাকা না পেয়ে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে। সম্রাট চাঁচড়া ডালমিল মাঠপাড়া এলাকার আব্দুল আলীমের ছেলে।

সম্রাটের স্ত্রী মুসলিমা খাতুন জানিয়েছেন, সম্প্রতি তারা একটি জমিসহ বাড়ি ক্রয় করেন। ঐ জমির আগের মালিকের কাছে একই এলাকার কুদরত, ইমন, সাকিব ও হৃদয় চাঁদা দাবি করে। তিনি চাঁদা না দিয়ে সম্রাটকে জমি বুঝিয়ে দিয়ে চলে যায়। ঐ জমি দখলে গেলে রাত ১০টার দিকে কুদরতসহ অন্যান্যরা হামলা চালায়। এসময় অস্ত্র ঠেকিয়ে তারা সম্রাটকে ঘরের বাইরে নিয়ে মারপিট করে। একপর্যায়ে তার দুই চোখ তুলে নিতে ছুরি দিয়ে আঘাত করে। এতে তার চোখের পাশে বিভিন্ন স্থানে জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাকিরুল ইসলাম বলেন, সম্রাটের বাম চোখের চারপাশে পাঁচটি ছুরিকাঘাত করা হয়েছে। তার অবস্থা আশাঙ্কাজনক।

যশোর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, সম্রাট রেলগেট এলাকার মাদকব্যবসায়ী। ছুরিকাঘাতের ঘটনায় যাদের নাম আসছে, তারাও মাদক বেচাকেনার সঙ্গে জড়িত। ধারণা করছি, মাদক বেচাকেনা নিয়ে পূর্ববিরোধের জেরে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

যশোরে ৬ মামলার আসামীর চোখ তুলে নেয়ার চেষ্টা মাদক ব্যবসায়ীদের

আপডেট সময় : ০১:৩১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫

যশোরে সম্রাট হোসেন (২৫) নামে এক ব্যবসায়ীর চোখ তুলে নেয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়েছে। সোমবার রাত ১০টার দিকে শহরের চাঁচড়া ডালমিল মাঠপাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, সম্রাটের বিরুদ্ধে হত্যার চেষ্টা, অস্ত্র, মাদকসহ ৬ মামলা রয়েছে। মাদক বেচাকেনা নিয়ে পূর্ববিরোধ ও চাঁদার টাকা না পেয়ে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে। সম্রাট চাঁচড়া ডালমিল মাঠপাড়া এলাকার আব্দুল আলীমের ছেলে।

সম্রাটের স্ত্রী মুসলিমা খাতুন জানিয়েছেন, সম্প্রতি তারা একটি জমিসহ বাড়ি ক্রয় করেন। ঐ জমির আগের মালিকের কাছে একই এলাকার কুদরত, ইমন, সাকিব ও হৃদয় চাঁদা দাবি করে। তিনি চাঁদা না দিয়ে সম্রাটকে জমি বুঝিয়ে দিয়ে চলে যায়। ঐ জমি দখলে গেলে রাত ১০টার দিকে কুদরতসহ অন্যান্যরা হামলা চালায়। এসময় অস্ত্র ঠেকিয়ে তারা সম্রাটকে ঘরের বাইরে নিয়ে মারপিট করে। একপর্যায়ে তার দুই চোখ তুলে নিতে ছুরি দিয়ে আঘাত করে। এতে তার চোখের পাশে বিভিন্ন স্থানে জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাকিরুল ইসলাম বলেন, সম্রাটের বাম চোখের চারপাশে পাঁচটি ছুরিকাঘাত করা হয়েছে। তার অবস্থা আশাঙ্কাজনক।

যশোর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, সম্রাট রেলগেট এলাকার মাদকব্যবসায়ী। ছুরিকাঘাতের ঘটনায় যাদের নাম আসছে, তারাও মাদক বেচাকেনার সঙ্গে জড়িত। ধারণা করছি, মাদক বেচাকেনা নিয়ে পূর্ববিরোধের জেরে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।