ঢাকা ১০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

তিন সদস্য পুলিশ লাইনে সংযুক্ত

যশোরে ইজিবাইক শো-রুমে ডাকাতি, লাখ টাকার মালামাল লুট

প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৩৭:২৩ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫ ৯৬ বার পড়া হয়েছে

ডাকাতির খবর শুনে ঘটনা ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার জিয়া উদ্দিন -কপোতাক্ষ

যশোর শহরে একটি ইজিবাইকের শো-রুমে ডাকাতি হয়েছে। শো-রুমে তালা কেটে প্রায় ২৫ লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দিবাগত গভীররাতে উপশহরের গোল্ডেন বাইক শোরুমে এ ঘটনা ঘটে। নৈশপ্রহরী আবুল হোসেনকে গামছা দিয়ে বেঁধে ডাকাত দল শো-রুমের তালা কেটে ভিতরে প্রবেশ করে মালামাল নিয়ে যায়।

শো-রুমের প্রোপ্রাইটর আবুল কাশেম জানান, রাতে নৈশপ্রহরির ফোন পেয়ে আমি শোরুমে আসি। প্রতিষ্ঠান থেকে ১৫০ পিস ব্যাটারি ও অন্যন্য মালামালসহ প্রায় ২৫ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে।

এদিকে, ডাকাতির খবর শুনে ঘটনা ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার জিয়া উদ্দিন। পরিদর্শন শেষে তিনি দায়িত্ব অবহেলার অভিযোগে উপশহর পুলিশ ফাঁড়ির এএসআই ইসারত ও দুই কনস্টেবলকে পুলিশ লাইনে সংযুক্ত করেন। এ বিষয়ে কোতয়ালি থানার ওসি (দায়িত্বপ্রাপ্ত) কাজী বাবুল হোসেন বলেন, শো-রুমের তালা কেটে মালামাল লুট হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশের টিম কাজ করছে। মামলা প্রক্রিয়াধীন আছে।

অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা পুলিশের মুখপাত্র নূর-ই আলম সিদ্দিকী বলেন, ‘ঘটনাটি নিয়ে পুলিশ কাজ করছে। দ্রুতই ডাকাতির ঘটনার রহস্য উদঘাটন করা হবে। তিনি বলেন, ‘দায়িত্ব অবহেলার কারণে নয়; বদলি পুলিশের রুটিন কাজ। উপশহর পুলিশ ফাঁড়ির তিন পুলিশ সদস্যকে অন্যত্র বদলি করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তিন সদস্য পুলিশ লাইনে সংযুক্ত

যশোরে ইজিবাইক শো-রুমে ডাকাতি, লাখ টাকার মালামাল লুট

আপডেট সময় : ১২:৩৭:২৩ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫

যশোর শহরে একটি ইজিবাইকের শো-রুমে ডাকাতি হয়েছে। শো-রুমে তালা কেটে প্রায় ২৫ লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দিবাগত গভীররাতে উপশহরের গোল্ডেন বাইক শোরুমে এ ঘটনা ঘটে। নৈশপ্রহরী আবুল হোসেনকে গামছা দিয়ে বেঁধে ডাকাত দল শো-রুমের তালা কেটে ভিতরে প্রবেশ করে মালামাল নিয়ে যায়।

শো-রুমের প্রোপ্রাইটর আবুল কাশেম জানান, রাতে নৈশপ্রহরির ফোন পেয়ে আমি শোরুমে আসি। প্রতিষ্ঠান থেকে ১৫০ পিস ব্যাটারি ও অন্যন্য মালামালসহ প্রায় ২৫ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে।

এদিকে, ডাকাতির খবর শুনে ঘটনা ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার জিয়া উদ্দিন। পরিদর্শন শেষে তিনি দায়িত্ব অবহেলার অভিযোগে উপশহর পুলিশ ফাঁড়ির এএসআই ইসারত ও দুই কনস্টেবলকে পুলিশ লাইনে সংযুক্ত করেন। এ বিষয়ে কোতয়ালি থানার ওসি (দায়িত্বপ্রাপ্ত) কাজী বাবুল হোসেন বলেন, শো-রুমের তালা কেটে মালামাল লুট হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশের টিম কাজ করছে। মামলা প্রক্রিয়াধীন আছে।

অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা পুলিশের মুখপাত্র নূর-ই আলম সিদ্দিকী বলেন, ‘ঘটনাটি নিয়ে পুলিশ কাজ করছে। দ্রুতই ডাকাতির ঘটনার রহস্য উদঘাটন করা হবে। তিনি বলেন, ‘দায়িত্ব অবহেলার কারণে নয়; বদলি পুলিশের রুটিন কাজ। উপশহর পুলিশ ফাঁড়ির তিন পুলিশ সদস্যকে অন্যত্র বদলি করা হয়েছে।’