যশোরে গুলিবিদ্ধ ব্যক্তির মৃত্যু

- আপডেট সময় : ০৮:৩৩:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫ ১৬ বার পড়া হয়েছে
যশোরে গুলিবিদ্ধ হানিফ নামে এক ব্যক্তি মারা গেছেন। বৃহস্পতিবার মধ্যরাতে তিনি ঢাকাতে মারা যান। আজ (শুক্রবার) সকালে তার লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে আনা হয়েছে।
হানিফের স্ত্রী শিরিন জানান, ঢাকা মেডিকেলে তার বড় একটি অপারেশন করা হয়। বৃহস্পতিবার রাত ২টায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। আইসিইউতে নেয়ার প্রস্ততির সময় হানিফ মারা যান। তিনি আরও জানান, ঘটনার দিন বুধবার সকালে বার বার হানিফকে কল করেছিল জামদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুল ইসলাম টুটুল। একপর্যায়ে টুটুলের বাড়ি উদ্দেশ্যে বের হন। রাতে জানতে পারেন গুলিবিদ্ধ হয়েছেন হানিফ।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কাজী বাবুল জানান, এ ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। তবে, চেয়ারম্যান টুটুলকে আটক করলেই বিস্তারিত জানা যাবে বলে মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, গত বুধবার রাত সাড়ে ১২টার দিয়ে হানিফকে গুলিবিদ্ধ অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন জামদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুল ইসলাম টুটুল। এরপরই তিনি পালিয়ে যান। এসময় মদ্যপ অবস্থায় ছিলেন গুলিবিদ্ধ হানিফ। তিনি একেক সময় একেক রকম তথ্য দিতে থাকেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রেফার করা হয়। বৃহস্পতিবার মধ্যরাতে তিনি মারা যান।