ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ২৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রদ্ধা ভালোবাসায় কমরেড জাকির হোসেন হবিকে চির বিদায় যশোরে গ্রাম আদালতে ১১ মাসে দেড় হাজার মামলা নিষ্পত্তি, ১ কোটি ৯৬ লাখ টাকা অর্থদন্ড আদায় যবিপ্রবিতে সংঘর্ষের পর অনুমতি ছাড়া সভা-সমাবেশ নিষিদ্ধ ব্যতিক্রমী খাদ্যপণ্যের প্রদর্শনী দেখে উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করলেন ডিসি আদালতের রায়ের পর ইব্রাহিমের মুক্তি পেতে সময় লাগলো ৮ বছর! সাইপ্রাসের স্বপ্ন নিয়ে ঘর ছেড়ে যশোরের জাফর এখন ইউক্রেনের রণাঙ্গনে! যশোরে সংবর্ধিত হলেন ব্লাইন্ড টি-২০ দল যবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ, প্রক্টরসহ আহত ৫ যশোরে শেখ মুজিবের ভাস্কর্য ও শেখ হাসিনার নাম ফলক ভাংচুর যশোরের আলোচিত টিএসআই রফিকসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা

যশোরে সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠি মিছিল 

প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:২৯:৩১ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫ ১৫ বার পড়া হয়েছে

সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে রেল বাজারের ব্যবসায়ীরা লাঠি মিছিল করেন  -কপোতাক্ষ

সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে যশোর রেল বাজারের ব্যবসায়ীরা। বাধ্য হয়ে তারা বিক্ষোভ সমাবেশ ও লাঠি মিছিল করেছে। 

আজ (বুধবার) বিকেলে রেল বাজারে বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় বলা হয়েছে দীর্ঘদিন ধরে রেলস্টেশন ও আশেপাশের কয়েকজন সন্ত্রাসী রেল বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে থাকে। কিছু বলতে গেলে তারা ব্যবসায়ীদের ওপর হামলা চালায়। প্রাণনাশের হুমকি দেয়। এছাড়া বাজার এলাকায় গভীররাতে ছিনতাই করে থাকে। রেলের যাত্রীদের কাছ থেকে তারা টাকা, মোবাইল, ফোনসেট, সোনার গহনাসহ মূল্যবান সম্পদ কেড়ে নেয়। এদের যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে উঠেছে রেল বাজারের ব্যবসায়ীরা। 

সভায় বলা হয় রেলবাজার এলাকার জাহাঙ্গীর তালুকদারের ছেলে সোহেল, আলীর ছেলে হাসিব, ফারুকের ছেলে বিদ্যুৎ, সামাদের ছেলে কোরবান আলী, ফটিকের ছেলে ছোট ফয়সাল, খালেকের ছেলে বড় ফয়সাল কানা বাবুর ছেলে ট্যাটু সুমনসহ বেশ কয়েকজন সন্ত্রাসী এই কর্মকান্ড করে বেড়াচ্ছে। সমাবেশ বক্তারা অভিযোগ করে বলেন, এলাকার হিরু মিয়ার কাঠগোলার পাশে বাড়িতে ভাড়া থাকে বিদ্যুৎ ও মৃত নুরু মিয়ার বাড়ি ভাড়া থাকে সন্ত্রাসী ছিনতাইকারী সোহেল। অভিযোগ রয়েছে, হিরু ভাড়াটিয়া বিদ্যুৎ নুরু মিয়ার বাড়ি ভাড়াটিয়া সোহেল বেপরোয়া হয়ে উঠেছে। তারা রেল বাজার এলাকায় নানান ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করে যাচ্ছে। রক্ষা বাহিনীর কাছে অভিযোগ করলেও তার আমলে নিচ্ছে না।

সভায় জানানো হয়, এই সব সন্ত্রাসীদের বিরুদ্ধে এর আগেও পুলিশের কাছে অভিযোগ দেয়া হয়েছে। কিন্তু তারা কোন পদক্ষেপ নেয়নি। ফলে দিনদিন তাদের অত্যাচার, নির্যাতনের মাত্রা বেড়ে যাচ্ছে। এখন আর কোন অভিযোগ দেবে না ব্যবসায়ীরা। এখন থেকে রেল বাজারের ব্যবসায়ীরা সাধারণ মানুষকে সাথে নিয়ে সন্ত্রাসীদের মোকাবেলা করবে। 

সভায় সভাপতিত্ব করেন রেলবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রুহুল আমিন। বক্তব্য রাখেন মহিদুল ইসলাম, সহসভাপতি আমির হোসেন, সহসাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, জাকির হোসেন প্রমুখ। 

সভা শেষে একটি লাঠি মিছিল বাজারের আশেপাশের সড়ক প্রদক্ষিণ করে।   

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

যশোরে সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠি মিছিল 

আপডেট সময় : ০৩:২৯:৩১ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে যশোর রেল বাজারের ব্যবসায়ীরা। বাধ্য হয়ে তারা বিক্ষোভ সমাবেশ ও লাঠি মিছিল করেছে। 

আজ (বুধবার) বিকেলে রেল বাজারে বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় বলা হয়েছে দীর্ঘদিন ধরে রেলস্টেশন ও আশেপাশের কয়েকজন সন্ত্রাসী রেল বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে থাকে। কিছু বলতে গেলে তারা ব্যবসায়ীদের ওপর হামলা চালায়। প্রাণনাশের হুমকি দেয়। এছাড়া বাজার এলাকায় গভীররাতে ছিনতাই করে থাকে। রেলের যাত্রীদের কাছ থেকে তারা টাকা, মোবাইল, ফোনসেট, সোনার গহনাসহ মূল্যবান সম্পদ কেড়ে নেয়। এদের যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে উঠেছে রেল বাজারের ব্যবসায়ীরা। 

সভায় বলা হয় রেলবাজার এলাকার জাহাঙ্গীর তালুকদারের ছেলে সোহেল, আলীর ছেলে হাসিব, ফারুকের ছেলে বিদ্যুৎ, সামাদের ছেলে কোরবান আলী, ফটিকের ছেলে ছোট ফয়সাল, খালেকের ছেলে বড় ফয়সাল কানা বাবুর ছেলে ট্যাটু সুমনসহ বেশ কয়েকজন সন্ত্রাসী এই কর্মকান্ড করে বেড়াচ্ছে। সমাবেশ বক্তারা অভিযোগ করে বলেন, এলাকার হিরু মিয়ার কাঠগোলার পাশে বাড়িতে ভাড়া থাকে বিদ্যুৎ ও মৃত নুরু মিয়ার বাড়ি ভাড়া থাকে সন্ত্রাসী ছিনতাইকারী সোহেল। অভিযোগ রয়েছে, হিরু ভাড়াটিয়া বিদ্যুৎ নুরু মিয়ার বাড়ি ভাড়াটিয়া সোহেল বেপরোয়া হয়ে উঠেছে। তারা রেল বাজার এলাকায় নানান ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করে যাচ্ছে। রক্ষা বাহিনীর কাছে অভিযোগ করলেও তার আমলে নিচ্ছে না।

সভায় জানানো হয়, এই সব সন্ত্রাসীদের বিরুদ্ধে এর আগেও পুলিশের কাছে অভিযোগ দেয়া হয়েছে। কিন্তু তারা কোন পদক্ষেপ নেয়নি। ফলে দিনদিন তাদের অত্যাচার, নির্যাতনের মাত্রা বেড়ে যাচ্ছে। এখন আর কোন অভিযোগ দেবে না ব্যবসায়ীরা। এখন থেকে রেল বাজারের ব্যবসায়ীরা সাধারণ মানুষকে সাথে নিয়ে সন্ত্রাসীদের মোকাবেলা করবে। 

সভায় সভাপতিত্ব করেন রেলবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রুহুল আমিন। বক্তব্য রাখেন মহিদুল ইসলাম, সহসভাপতি আমির হোসেন, সহসাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, জাকির হোসেন প্রমুখ। 

সভা শেষে একটি লাঠি মিছিল বাজারের আশেপাশের সড়ক প্রদক্ষিণ করে।