খুলনা ট্যাংকলরি শ্রমিকদের ধর্মঘট স্থগিত
তেল উত্তোলন ও সরবরাহ শুরু

- আপডেট সময় : ০৩:১৮:৩১ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫ ১৬ বার পড়া হয়েছে
তিন দিনের ধর্মঘট শেষে ফের সচল হলো খুলনার খালিশপুরের পদ্মা, মেঘনা, যমুনার তিন ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও সরবরাহ। প্রশাসনের আশ্বাস ও জনভোগান্তির কথা মাথায় রেখে খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মো. আলী আজিমের মুক্তির দাবিতে ডাকা ধর্মঘট স্থগিত করেছে সংগঠনটি। ফলে সকাল ৮টা থেকে খুলনা বিভাগের ১০ জেলাসহ মোট ১৬ জেলায় জ্বালানি তেল সরবরাহের কাজ শুরু করেছেন ট্যাংকলরি শ্রমিকরা। আন্দোলন কর্মসূচি স্থগিত করায় তিনটি তেল ডিপো থেকেই জ্বালানি তেলের লোড আনলোড শুরু হয়। পরে পাম্প থেকেও গ্রাহকদের তেল সরবরাহ করা হয়।
বুধবার সকালে খালিশপুর নতুন রাস্তায় ইউনিয়ন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফ্রিং-এ কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতি খুলনার সাধারণ সম্পাদক মোড়ল আব্দুস সোবাহান। এ সময় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় শ্রমিক ইউনিয়ন সভাপতি এনাম মুন্সী, মীর মোকসেদ আলী, মিজানুর রহমান মিজুসহ শ্রমিক নেতৃবৃন্দ।
প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ তেল পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক মোড়ল আব্দুস সোবাহান বলেন, প্রশাসনের সঙ্গে আমাদের কথা হয়েছে তারা আলী আজিমকে মুক্তি দেওয়ার বিষয়ে আশ্বস্ত করেছেন। এছাড়া পরিবহন ও ইরিগেশনসহ জনমানুষের সকল ভোগান্তির কথা চিন্তা করে আমরা কর্মবিরতি কর্মসূচি স্থগিত করেছি। এরপর প্রশাসন যদি আমাদের দাবি না মানে তাহলে আমরা নতুনভাবে আবারও সিদ্ধান্ত নেব।
এর আগে গত রবিবার দুপুরে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের বিভাগীয় সাধারণ সম্পাদক আলী আজিমকে একটি মামলায় গ্রেপ্তার করায় তার মুক্তির দাবিতে ঐদিন বিকাল থেকে ধর্মঘট শুরু করে সংগঠনটি।