ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চক্রান্ত শুরু হয়েছে যশোরের শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রি বিতরণ যশোরে অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা যশোরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবককে গণপিটুনি গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের গাজায় নৃশংস হত্যার প্রতিবাদে যশোরে সাংস্কৃতিক সংগঠনের বিক্ষোভ ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ যশোরের চিহ্নিত সন্ত্রাসী হত্যাসহ ২৪ মামলার আসামি ভাইপো রাকিব আটক যশোরে চাচাতো বোনকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড আত্মসাতকৃত তিন হাজার বস্তা সরকারি ইউরিয়া সার উদ্ধার, গ্রেফতার তিন

যশোরে ট্রাকের চাপায় ভ্যানচালক ও যাত্রী নিহত

প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:০৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫ ৪৩ বার পড়া হয়েছে

ট্রাক ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে দুজন নিহত হয় -কপোতাক্ষ

যশোরের মণিরামপুরে ট্রাক ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংর্ঘষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ভ্যানের আরও দুই যাত্রী। আজ (মঙ্গলবার) বিকেলে যশোর-চুকনগর মহাসড়কের মণিরামপুর হাসপাতাল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন : ভ্যানচালক মণিরামপুর উপজেলার ফেদায়পুর গ্রামের মোসলেম হোসেন (৫৫) ও মুন্সিখানপুর গ্রামের রবিউল ইসলাম রবির স্ত্রী রুপা খাতুন (৪৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেল ৩টার দিকে যশোর-চুকনগর মহাসড়কের মণিরামপুর হাসপাতাল মোড়ে যশোরগামী একটি মালবাহী ট্রাকের সাথে একটি ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংর্ঘষ হয়। এসময় ভ্যানে দুজন নারী ও এক শিশু ছিল। দুর্র্ঘটনায় ভ্যানটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে ভ্যানচালক উপজেলার ফেদায়পুর গ্রামের মোসলেম হোসেন মারা যান। হাসপাতালে নেওয়া হলে মুন্সিখানপুর গ্রামের রবিউল ইসলাম রবির স্ত্রী রুপা খাতুন (৪৫) নামে আরেক যাত্রী মারা যান।

এছাড়াও নড়াইল জেলার জাহির হোসেনের স্ত্রী মিম খাতুন (২২) ও তার একবছর বয়সী শিশু গুরুতর আহত হন। তাদের উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে আসেন। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।

মনিরামপুর থানার উপ-পরিদর্শক অমিত কুমার দাস জানান, স্থানীয়দের সহযোগিতায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাক চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

যশোরে ট্রাকের চাপায় ভ্যানচালক ও যাত্রী নিহত

আপডেট সময় : ০৩:০৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫

যশোরের মণিরামপুরে ট্রাক ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংর্ঘষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ভ্যানের আরও দুই যাত্রী। আজ (মঙ্গলবার) বিকেলে যশোর-চুকনগর মহাসড়কের মণিরামপুর হাসপাতাল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন : ভ্যানচালক মণিরামপুর উপজেলার ফেদায়পুর গ্রামের মোসলেম হোসেন (৫৫) ও মুন্সিখানপুর গ্রামের রবিউল ইসলাম রবির স্ত্রী রুপা খাতুন (৪৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেল ৩টার দিকে যশোর-চুকনগর মহাসড়কের মণিরামপুর হাসপাতাল মোড়ে যশোরগামী একটি মালবাহী ট্রাকের সাথে একটি ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংর্ঘষ হয়। এসময় ভ্যানে দুজন নারী ও এক শিশু ছিল। দুর্র্ঘটনায় ভ্যানটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে ভ্যানচালক উপজেলার ফেদায়পুর গ্রামের মোসলেম হোসেন মারা যান। হাসপাতালে নেওয়া হলে মুন্সিখানপুর গ্রামের রবিউল ইসলাম রবির স্ত্রী রুপা খাতুন (৪৫) নামে আরেক যাত্রী মারা যান।

এছাড়াও নড়াইল জেলার জাহির হোসেনের স্ত্রী মিম খাতুন (২২) ও তার একবছর বয়সী শিশু গুরুতর আহত হন। তাদের উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে আসেন। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।

মনিরামপুর থানার উপ-পরিদর্শক অমিত কুমার দাস জানান, স্থানীয়দের সহযোগিতায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাক চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।