যশোরের চিহ্নিত সন্ত্রাসী ভাইপো রাকিব গুলিবিদ্ধ

- আপডেট সময় : ১২:৩৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫ ৫২ বার পড়া হয়েছে
যশোর শহরের চিহ্নিত সন্ত্রাসী রাকিব হোসেন (৩০) ওরফে ভাইপো রাকিবকে গুলি করেছে দুর্বৃত্তরা। রবিবার রাত পৌনে দশটার দিকে শহরের শংকরপুর পশু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ রাকিব শহরের শংকরপুর সার গোডাউন এলাকার তৌহিদুল ইসলামের ছেলে। যশোরের আলোচিত জুম্মান হত্যাসহ ১৪ মামলার আসামি চিহ্নিত সন্ত্রাসী রাকিব ওরফে ভাইপো রাকিব। আধিপত্য বিস্তার কিম্বা মাদক ব্যবসা সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে গুলি করা হতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
হাসপাতাল সূত্র ও আহতদের স্বজনেরা জানান, রোববার রাতে বাড়ি থেকে বের হয়ে পশু হাসপাতাল এলাকায় গেলে দুর্বৃত্তরা তার উপর আক্রমণ করে। বাঁচার জন্য পালাতে গেলে তারা বুকে পিস্তল দিয়ে দুটি গুলি করে। গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। একই এলাকার চিহ্নিত সন্ত্রাসী ইমন, তানভীর ও সাব্বিরসহ কয়েকজন এই হামলায় জড়িত বলে তারা অভিযোগ করেছেন। স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসা সংক্রান্ত বিরোধের জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে। ভাইপো রাকিবের বিরুদ্ধে যশোরের আলোচিত জুম্মান হত্যাসহ একাধিক হত্যা ছাড়াও অন্তত ১৪টি মামলা রয়েছে।
যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি বিভাগের চিকিৎসক সুইটি আক্তার জানিয়েছেন, আহত রাকিবের বুকে দুই পাশে দুটি গুলি করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন জানিয়েছেন, রাকিব গুলিবিদ্ধের ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেনি এবং এ ঘটনায় এখনও কেউ আটক হয়নি।