Take a fresh look at your lifestyle.

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্যসহ নিহত ২

0

মেহেরপুর প্রতিনিধি :
মেহেরপুরের মুজিবনগর সড়কের চকশ্যামনগরে সড়ক দুর্ঘটনায় বিজন হোসেন (২২) ও রাহিদুল ইসলাম (৩০) নামে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৪ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিজন মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের আজমত আলীর ছেলে এবং রাহিদুল একই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। নিহত রাহিদুল আনসার ও গ্রাম প্রতিরক্ষা দলের সদস্য।

স্থানীয়রা জানান, সকালে রাহিদুল ও বিজন মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে চকশ্যামনগর গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে। ওই সময় রাস্তায় লোকজন ছিল না। পথচারীরা দুজনকে পড়ে থাকতে দেখে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং মেহেরপুর সদর থানা পুলিশকে খবর দেয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুজনের মরদেহ উদ্ধার করে।

মেহেরপুর ফায়ার সার্ভিস টিমের ইউনিট প্রধান আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়ার সময় দেখি দুজনেই মারা গেছে। পরে পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আজমল হোসেন জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.