Take a fresh look at your lifestyle.

যশোরে মা ও ভাইকে বাড়ি থেকে বের করে, বাবাকে হাসপাতালে ভর্তি রেখে জমি লিখে নেয়ার চেষ্টা!

0

প্রতিবেদক :
যশোরে মা ও ভাইকে বাড়ি থেকে বের করে এবং বাবাকে হাসপাতালে ভর্তি রেখে জমি লিখে নেয়ার চেষ্টা করা প্রবাস ফেরত মুর্তজা রাসেলের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। সন্ত্রাসী বাহিনী নিয়ে ছোটভাইয়ের ফসল লুট ও দেশিয়ে অস্ত্রের মুখে জিম্মি এবং হত্যার হুমকির অভিযোগে আজ রোববার (১২ মার্চ) মুর্তজা রাসেলসহ ছয়জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা করেছেন রাসেলের ছোটভাই চৌগাছা উপজেলার মাকাপুর গ্রামের হায়দার আলীর ছেলে আল ইমরান। আসামিরা হলেন : ইমরানের ভাই এ.কে.এম মর্তুজা রাসেল, একই গ্রামের মগর আলীর ছেলে শহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমানের ছেলে বিশাল, মৃত বজলুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান বাবুল, আমিনুর রহমানের ছেলে মামুন ও মৃত মহাতাব উদ্দীনের ছেলে মাসুম।

জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সালমান আহম্মেদ শুভ অভিযোগ আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। একইসাথে আগামি ৬ এপ্রিল বিচারক এ মামলার পরবর্তি দিন ধার্য করেন।

মামলায় বাদী উল্লেখ করেন, বাদী পরিবারের সন্মতিক্রমে পৈত্রিক জমিতে গোডাউন নির্মাণ করে সেখানে পাট সংরক্ষণ করে রাখে। এছাড়াও অন্য অংশে গাছগাছালি রোপন , ফসল রোপন করে আসছে। আসামিরা এলাকায় পর সম্পদলোভী , ভুমিদস্যু ও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত। এরমাঝে তার ভাই এ.কে.এম মুর্তজা রাসেল তার ক্ষতি করার ষড়যন্ত্র শুরু করে। আর সাথে নেয় সন্ত্রাসী বাহীনির সদস্যদের। তারই অংশ হিসেবে গত ১০ মার্চ সকাল ৮টায় আসামিসহ অজ্ঞাত আরও ৫-৭ জন একত্রিত হয়ে গাছিদা, হাসুয়া, শাবলসহ বিভিন্ন দেশিয় অস্ত্র নিয়ে বাদীর ১২০ শতক জমিতে রোপনকৃত ৪০ মন পাকা গম হার্বেস্টার মেশিনের মাধ্যমে কেটে নেয়। যার দাম ৮০ হাজার টাকা। এছাড়া তার গোডাউনে থাকা ৭০ মন পাট নছিমনে করে নিয়ে যায়। যার দাম দুই লাখ ৮০ হাজার টাকা।

খবর পেয়ে বাদী ঘটনাস্থলে হাজির হন। এসময় রাসেলের নির্দেশে আসামি বিশাল ও বাবুল বাদীর গলায় গাছিদা ধরে জিম্মি করে রাখে। সকাল ৮টা থেকে সন্ধা পর্যন্ত তারা নছিমনে করে ওই গম ও পাট লুট করে দুই লাখ ৯০ হাজার টাকার ক্ষতি করে। এছাড়া বৈদ্যুতিক খুটিতে লাগানো সিসি ক্যামেরাও ভাঙচুর করে আসামিরা আরও ১৫ হাজার টাকার ক্ষতি করে। আসামিরা চলে যাওয়ার সময় বাদীকে খুন জখমের হুমকি দিয়ে চলে যায়। বাধ্য হয়ে তিনি আদালতে এ মামলা করেন।

উল্লেখ্য, রাসেল তার মা, ভাই ও বোনদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। শুধুই তাই নয়, বাবাকে যশোরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে বাবার সম্পত্তি দখলের চেষ্টা করছেন। ভাইয়ের ক্ষেত থেকে গম ও গোডাউন থেকে পাট লুট করেছেন।

এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী কাজী ফরিদুল ইসলাম জানান, তার ভাই মামলা করেছেন। পর্যায়ক্রমে মা ও বোনরাও আদালতে মামলা করবেন। এ বিষয়ে তিনি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave A Reply

Your email address will not be published.