Take a fresh look at your lifestyle.

যশোরে একইসঙ্গে তিন সন্তানের জন্ম

0

প্রতিবেদক :
যশোরে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন সুমী বেগম (২৪) নামে এক গৃহবধূ। তিন নবজাতকের মধ্যে দুটি কন্যা ও একটি পুত্র সন্তান রয়েছে। শুক্রবার (১০ মার্চ) সন্ধ্যায় যশোর যশোর শহরের একতা হাসপাতালে তিন সন্তান প্রসব করেন ওই গৃহবধূ।

সুমী বেগম যশোরের শার্শা উপজেলার আমলাই গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী। বিয়ের তিন বছর পর তিন সন্তান একসঙ্গে পেয়ে খুশি হাবিবুর রহমান ও সুমী বেগম দম্পতি।

হাসপাতাল সূত্রে জানা যায়, গৃহবধূ সুমী বেগম শুক্রবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হন। অপরেশনের মাধ্যমে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে ৮টা ৩০ মিনিটের মধ্যে তিনটা সন্তান প্রসব করেন তিনি।

ডা. ইলা মন্ডল বলেন, সুমী বেগম প্রসব ব্যাথা নিয়ে ভর্তি হন। অপরেশনের মাধ্যমে তিন সন্তানের জম্ম হয়। সন্তান তিনটার মধ্যে দুটি কন্যা ও একটি পুত্র সন্তান। শিশু তিনটি এবং তাদের মা বর্তমানে সুস্থ আছেন বলে জানিয়েছেন তিনি।

এ ব্যাপারে সুমী বেগম বলেন, আমি সুস্থ আছি। আল্লাহ আমাকে তিনটি সন্তান দান করেছেন।

নবজাতকদের বাবা হাবিবুর রহমান আনন্দ আপ্লুত হয়ে বলেন, আশা করি তিন সন্তান লালন-পালনে কোনো সমস্যা হবে না। আল্লাহ সুস্থ রাখলে পরিবারের সবাই মিলে লালন-পালন করব।দেশবাসীর কাছে সন্তানদের জন্য দোয়াও চেয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.