প্রতিবেদক :
যশোরের অভয়নগর উপজেলার শংকরপাশা-আমতলা সড়কের নির্মাণ কাজ বন্ধ থাকায় মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। ধুলায় রাস্তায় চলাচলকারী মানুষসহ এলাকাবাসী চরম বিড়ম্বনায় পড়েছেন। ঠিকাদারি প্রতিষ্ঠান সময়মতো কাজ না করায় এ বিড়ম্বনা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলা এলজিডি অফিস জানায়, নওয়াপাড়ার শংকরপাশা ফেরিঘাটের মোড় থেকে আমতলা বাজার পর্যন্ত ২০ দশমিক ৯৩৪ সড়কের উন্নয়ন কাজ ২০২১ সালের ১১ এপ্রিল শুরু হয়। ২০২২ সালের ১০ অক্টোবর কাজ শেষ হওয়ার কথা ছিল। এলজিইডি’র পল্লী সংযোগ সড়ক উন্নয়ন প্রকল্পের (আরসিআইপি) আওতায় এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং বাংলাদেশ সরকারের অর্থায়নে সড়কটি নির্মাণ করা হচ্ছে।

ভাঙ্গাগেটে ভৈরব নদীর উপর ব্রিজ হওয়ায় শত শত মালবাহী ট্রাক ও ভারী যানবাহন চলাচল করে এ সড়ক দিয়ে। কিন্তু সড়কের উন্নয়ন কাজ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এই পথে চলাচলকারী মানুষসহ স্থানীয়রা। ধুলার কুয়াশায় আচ্ছন্ন থাকে সবসময়। ফেরিঘাট থেকে আমতলা পর্যন্ত ২১ কিলোমিটার রাস্তার একই অবস্থা। ধুলা আর ধুলা।
ইজিবাইক চালক চাকই গ্রামের আমজাদ হোসেন জানিয়েছেন, পরিবহনসহ, ট্রাক ও ভারি যানবাহন ব্যাপকভাবে চলাচলের কারণে ধুলা বেড়েছে। বাশুয়াড়ি গ্রামের ভ্যানচালক মান্নান বিশ্বাস বলেন, রাস্তায় প্রচুর ধুলা থাকায় ভ্যানে যাত্রীরা উঠতে চায় না। বাঘুটিয়ার আতিয়ার রহমান জানান, সড়ক সংলগ্ন বাসাবাড়ির শিশু ও বৃদ্ধরা শ্বাসকষ্টজনিত অসুস্থতায় ভুগছেন।

উপজেলা প্রকৌশলী এস এম ইয়াফি বলেন, সড়কের ব্যাপারে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান এম এম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড কাজটি করছে। কাজটি শেষ করার জন্য তাদের সাথে কথা চলছে।
এলজিইডির যশোর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. শরীফুল ইসলাম বলেন, ধুলায় মানুষ কষ্ট পাচ্ছে। কিছু কাজ শুরু হয়েছে। কার্পেটিং-এর কাজ শুরু হবে শিগগিরই। তখন ভোগান্তি অনেকখানি লাঘব হবে।