Take a fresh look at your lifestyle.

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে স্মার্ট কৃষি বাস্তবায়নে গুরুত্বারোপ কৃষি সচিবের

যশোরে বারি উদ্ভাবিত উন্নত জাত ও প্রযুক্তির প্রদর্শনী

0

প্রতিবেদক :
খাদ্য নিরাপত্তা নিশ্চিতে স্মার্ট কৃষি বাস্তবায়নে গুরুত্বারোপ করেছেন কৃষি সচিব ওয়াহিদা আক্তার। তিনি বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বর্তমান সরকার স্মার্ট কৃষি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। এজন্য কৃষি গবেষণা ইনস্টিউটসহ অন্যান্য প্রতিষ্ঠান উচ্চ ফলনশীল উন্নত জাত উদ্ভাবনসহ বিভিন্ন যুগোপযোগী যন্ত্রের উদ্ভাবন করছে। এসব উদ্ভাবনী জাত ও প্রযুক্তির সহায়তায় কৃষক একদিকে যেমন লাভবান হবেন, ঠিক তেমনি বাংলাদেশ খাদ্য নিরাপত্তায় স্বয়ংসম্পূর্ণতা অর্জনে দৃষ্টান্ত স্থাপন করবে।

আজ শনিবার (১১ মার্চ) দুপুরে যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে ‘গবেষণা-সম্প্রসারণ-কৃষি সন্নিবদ্ধ কর্মশালা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘দক্ষিণ-পশ্চিমাঞ্চলে স্মার্ট কৃষি বাস্তবায়নে বারি উদ্ভাবিত জাত ও প্রযুক্তির মাঠ পর্যায়ে সম্প্রসারণের চ্যালেঞ্জ এবং সম্ভাবনা’ শীর্ষক এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিউট-বিএআরআই গাজীপুরের মহাপরিচালক ড. দেবাশীষ সরকারের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বিএআরসি ঢাকার নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার ও ডিএই খামারবাড়ির মহাপরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিএআরআই’র পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন আরএআরএস, যশোরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কওছার উদ্দিন আহাম্মদ। এছাড়াও উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন বিএআরআই’র পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. আইয়ুব হোসেন, সবগি খুলনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হারুনর রশিদ, ডিএই যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আবু হোসেন, সিমিট বাংলাদেশ যশোরের ম্যানেজার ড. খন্দকার শফিুকল ইসলাম প্রমুখ।

আয়োজকরা জানান, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের স্মার্ট কৃষি বাস্তবায়নে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বারি উদ্ভাবিত বিভিন্ন উন্নত জাত ও প্রযুক্তি কৃষক পর্যায়ে সম্প্রসারণের ওপর গুরুত্ব দিচ্ছে কৃষি বিভাগ। এরই ধারাবাহিকতায় উদ্ভাবিত এসব উন্নত জাত ও প্রযুক্তি নিযে প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করা হয় যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে। উদ্ভাবনী জাত ও প্রযুক্তি প্রর্শন অনুষ্ঠানে কৃষি গবেষণা কেন্দ্রের গবেষক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরর কর্মকর্তা ছাড়াও মাঠ পর্যায়ের কৃষকরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে টিস্যু কালচার ল্যাবের উদ্বোধন ঘোষণা করা হয়।

 

Leave A Reply

Your email address will not be published.