অভয়নগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস
অভয়নগর প্রতিনিধি :
স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময় এই প্রতিপাদ্যকে ধারণ করে অভয়নগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা, র্যালি, ভূমিকম্প ও অগ্নি নির্বাপক বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১০ মার্চ) উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অভয়নগর অফিসের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার থান্দার কামরুজা্মান, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, নওয়াপাড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা টিটব শিকদারসহ উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পরে উপজেলা পরিষদ চত্বরে আগুন নির্বাপক মূলক প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত হয়েছে।