Take a fresh look at your lifestyle.

রামনগরে ইজিবাইক চালককে ছুরিকাঘাতের ঘটনায় তিনজন আটক

0

প্রতিবেদক :

যশোর শহরতলীর রামনগর স্কুল পাড়ায় মামুন নামে এক ইজিবাইক চালককে ছুরিকাঘাতের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। মামুনের মা মাহমুদা খাতুন তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২-৩ জনের নামে মামলাটি করেন। এ মামলায় এজাহারনামীয় তিন আসামিকেই আটক করেছে পুলিশ।

আসামিরা হলো, রাজারহাট পুকুরকুল এলাকার আবু সাঈদের ছেলে নাফিজুর জামাল নয়ন, রামনগর স্কুলপাড়ার আব্দুর রশিদের ছেলে রাশেদুল হাসান বাপ্পি এবং ইকবাল হোসেনের ছেলে নাজমুস সাফাত বাবু। তাদের শুক্রবার দুপুরে নিজ নিজ বাড়ি থেকে আটক করেন তদন্ত কর্মকর্তা এসআই তুহিন বাওয়ালী।

এজাহারে মাহমুদা খাতুন উল্লেখ করেছেন, তার ছেলে মামুন ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করেন। গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইজিবাইক জমা দিয়ে বাড়ি ফেরার পথে স্কুলপাড়ায় পৌঁছালে আসামিরা তার পথরোধ করে। তাকে লাঠি, লোহার রড দিয়ে বেধড়ক মারপিট করে। চাকু দিয়ে শরীরের বিভিন্নস্থানে আঘাত করে। এ সময় মামুনের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা ফের হত্যার হুমকি দিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে যশোরে জেনারেল হাসপাতালে ভর্তি করে। তিনি মামুনের কাছে বিস্তারিত জেনে কোতয়ালি থানায় অভিযোগ দেন। বৃহস্পতিবার রাতে অভিযোগটি মামলা হিসাবে রেকর্ড করা হয়। পরদিন পুলিশ তাদের আটক করে আদালতে সোপর্দ করে।

 

Leave A Reply

Your email address will not be published.