Take a fresh look at your lifestyle.

অভয়নগরে মৎস্য ঘেরে যুবকের লাশ

0

অভয়নগর প্রতিনিধি :
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৩নং ওয়ার্ডের ধোপাদী উলুবটতলা সংলগ্ন বিলের মধ্যে একটি মাছের ঘের থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে অভয়নগর থানা পুলিশ। আজ শুক্রবার (৩ মার্চ) বেলা ১১টার দিকে ঘের মালিক ধোপাদী গ্রামের আজিজুর রহমান সরদার ঘেরে খাবার দিতে গিয়ে হলাশটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ মাছের ঘের থেকে লাশটি উদ্ধার করে।

এ বিষয়ে সাবেক পৌর কাউন্সিলর ও যশোর জেলা পরিষদের বর্তমান সদস্য রউফ মোল্যা জানান, আমি সংবাদ পেয়ে দেখতে এসেছি। অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ঐ ব্যক্তি আমাদের এলাকার কেউ না। তাকে কেউ চেনেন না।

অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম শামীম হাসান বলেন, ধোপাদী গ্রামের একটি মাছের ঘের থেকে অজ্ঞাত একজনের গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ যশোর জেনারেল হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এব্যাপারে তদন্ত শুরু হয়েছে। হত্যাকারীদের আটক করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.