
অভয়নগরে টেলিমেডিসিন ও চ্যারিটেবিল ডিসপেন্সারি বিষযক কর্মশালা অনুষ্ঠিত
অভয়নগর প্রতিনিধি :
টেলিমেডিসিন ও চ্যারিটেবিল ডিসপেন্সারি বিষয়ক কর্মশালা আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) নওয়াপাড়ার এলবি টাওয়ার রুফটপ গার্ডেনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ডা. নিকুঞ্জ বিহারী গোলদার প্রধান অতিথির বক্তব্য রাখেন।
গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি এম এ গফুরের সভাপতিত্বে নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, আইএফআইসি ব্যাংকের ম্যানেজার মিজানুর রহমান, এনআরবি ব্যাংকের ম্যানেজার শাহেদ শরীফ, বিভার চেয়ারম্যান অধ্যাপক সুকুমার ঘোষ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডা. রাজীব পাল, উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি ফজলে রাব্বি সুজনসহ গ্রাম ডাক্তারবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চলনা করেন প্রাক্তন শিক্ষক সুনীল দাস।