Take a fresh look at your lifestyle.

একুশে গ্রন্থমেলায় জ্যেষ্ঠ সাংবাদিক রুকুনউদ্দৌলাহর ‘পতাকার অক্ষত ভূমি’

0

প্রতিবেদক :
জ্যেষ্ঠ সাংবাদিক কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহর ‘পতাকার অক্ষত ভূমি’ এখন অমর একুশে গ্রন্থমেলায়। মুক্তিযুদ্ধের ইতিহাসবিষয়ক ব্যতিক্রমী এই গ্রন্থটি ইতোমধ্যেই সাড়া ফেলেছে। অনেকেই বইটি নিয়ে ইতিবাচক মূল্যায়ন ও মতামত উপস্থাপন করেছেন। প্রায় পাঁচ দশক ধরে সাংবাদিকতায় জড়িত লেখক রুকুনউদ্দৌলাহ্ দৈনিক সংবাদের বিশেষ প্রতিনিধি হিসবে কর্মরত।

বইটির ভূমিকায় লেখক সাংবাদিক শাহাদত হোসেন কাবিল লিখেছেন, ‘মুক্তিযুদ্ধের নয়টি মাস পাকিস্তানি হানাদার বাহিনী চেষ্টা করেছে বেনাপোল দখলের। কিন্তু তাদের সে চেষ্টা সফল হয়নি। শত চেষ্টা করেও নামাতে পারেনি আমাদের মুক্তিযুদ্ধকালীন প্রথম পতাকা। মুক্তিযুদ্ধকালীন নয়টি মাস পতপত করে উড়েছে সেই পতাকা। পতাকাটি ছিল সবুজ জমিনে লাল সূর্য, তার মাঝখানে বাংলাদেশের মানচিত্র। ১৯৭১ সালের ৩ এপ্রিল এই পতাকাটি তোলা হয় বেনাপোল জিরো পয়েন্ট এলাকায়। বর্তমানে সেখানে বিজিবি ক্যাম্প। পতাকা উত্তোলনের নেতৃত্ব দিয়েছিলেন বেনাপোলের তৎকালীন ইপিআরের (বর্তমান বিজিবি) মোশাররফ হোসেন। তার সাথে ছিলেন বীরমুক্তিযোদ্ধা দ্বীন ইসলাম। স্বাধীনতার ৫০ বছর পুরেছে। কিন্তু এই সত্য ঘটনাটি শুধু স্থানীয় প্রবীণদের মুখে মুখে ফিরতো। তাদের মৃত্যুর পর আর উচ্চারিত হবে না। কালের গর্ভে চাপা পড়ে যাবে। অনুসন্ধিৎসু সাংবাদিক, বিশিষ্ট লেখক মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ্ এই বইয়ে সেটি জনসমক্ষে এনেছেন।’

বইটির প্রকাশক হাবিবুর রহমান সিজার বলেন, স্বাধীনতার ইতিহাসে বাংলাদেশ-ভারত সীমান্তের যশোর জেলার অন্তর্গত এলাকা বেনাপোলের ভূমিকা অনন্য। স্বাধীনতার নয় মাসের পুরোটা সময় এখানে পতপত করে উড়তে থাকে বাংলাদেশের পতাকা। হানাদার পাকিস্তানি শত্রæবাহিনীকে জানান দিয়েছে এদেশকে তারা দখল করতে পারবেনা। এই বিষয়ে কোনো লিখিত ইতিহাসগ্রন্থ রচনা এই প্রথম। অনন্য এই ইতিহাস নতুন প্রজন্মের কাছে অজানা।

বইটির পাঠপ্রতিক্রিয়ায় শিশুসাহিত্যিক সাংবাদিক মিলন রহমান বলেন, ১৯৭১-এ সারা দেশ পাকিস্তানি হানাদারদের দখলে থাকলেও বেনাপোলে পাকিস্তানি বাহিনী পা ফেলতে পারেনি। বেনাপোলের দুই বর্গকিলোমিটার জায়গা পাকিস্তানি বাহিনী দখল করতে পারেনি। বেনাপোল ছিল মুক্তিবাহিনীর স্ট্রংহোল্ড। মুক্তিযুদ্ধের নয়টি মাস সেখানে পতপত করে উড়েছে স্বাধীন বাংলার পতাকা। মুক্তিযুদ্ধের সেই ইতিহাস জ্যেষ্ঠ সাংবাদিক, গবেষক মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ্ জনসমক্ষে এনেছেন। ভবিষ্যৎ প্রজন্ম এ ইতিহাস জেনে অনুপ্রাণিত হবে।

লেখক রুকুনউদ্দৌলাহ্ বলেন, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস পৌঁছে দেয়া খুবই প্রয়োজন। তাই সেইসব দিনের প্রকৃত সত্য ইতিহাস তুলে ধরতেই ‘পতাকার অক্ষত ভূমি’ নামে বেনাপোল সীমান্তের ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের লেখনী। আশা করি নতুন প্রজন্মের কাছে বেনাপোলের মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন আশার বাণী হবে। তাদেরকে উজ্জীবিত করে তুলবে।

১২৮ পৃষ্ঠার বইটি হার্ডকাভারে প্রকাশ করেছে আজকের বই পাবলিকেশনস। প্রচ্ছদ করেছেন চারুপিন্টু। মূল্য ৩৫০ টাকা। অমর একুশে গ্রন্থমেলার লিটিলম্যাগ চত্বরে আজকের বই পাবলিকেশনসের ৬৫ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। এছাড়া অনলাইন প্লাটফর্মেও পাওয়া যাবে ‘পতাকার অক্ষত ভূমি’।

 

Leave A Reply

Your email address will not be published.