মাতৃভাষা দিবস উপলক্ষে চাঁদের হাটের চিত্র প্রদর্শনী উদ্বোধন
প্রতিবেদক :
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চাঁদের হাটের ৫ দিন ব্যাপি কর্মসূচির দ্বিতীয় দিনে চিত্র প্রদর্শনী উদ্বোধন হয়েছে। আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি) যশোর জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে চার দিনব্যাপি এ প্রদর্শনীর উদ্বোধন করেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।
উদ্বোধনের পর তিনি প্রদর্শনী ঘুরে দেখেন এবং চিত্রশিল্পীদের সাথে কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন চাঁদের হাটের একুশে উদযাপন পর্ষদের সদস্য সচিব ডা. আবুল কালাম আজাদ লিটু, সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা রবিউল আলম, চাঁদের হাটের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদা বানু শিল্পী, চিত্রশিল্পী মফিজুর রহমান রুন্নু, কৃষি গৌতম, সজল ব্যানার্জী প্রমুখ।
প্রদর্শনীতে আয়োজনের প্রথম দিনে আর্ট ক্যাম্পে অংশগ্রহণকারী ২১ জন চিত্রশিল্পীর আঁকা ছবি বিক্রি ও প্রদর্শিত হচ্ছে।