অভয়নগরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ
অভয়নগর প্রতিনিধি :
অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে আজ শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকালে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী বিএনপি-জামায়াতের অব্যাহত নৈরাজ্য সহিংসতার প্রতিবাদে ও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের সুশাসন ও উন্নয়নের স্বপক্ষে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার ওলিয়ার রহমান প্রধান অতিথি এবং জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
শুভরাঢ়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ ফারুক শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সদস্য গাজী রুহুল আমিন, উপজেলা কৃষক লীগের সভাপতি মুন্সি আবদুল মাজেদ, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শুকুর আহমেদ ও তাপস কুমার শীল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এসময় আরও উপস্থিত ছিলেন নওয়াপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান মিলন, উপজেলা ছাত্রলীগ নেতা ইয়াসিন হোসেন ইমন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হুমায়ূন কবীর প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ৭ নং শুভরাড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান মহির।