যশোরে জাল এনআইডি তৈরির হোতাসহ দুজন গ্রেফতার
প্রতিবেদক :
যশোরে জাল জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির হোতা ইয়াসিন আরাফাত সুমনকে (৩০) আটক করেছে র্যাব-৬। এছাড়া র্যাবের আরেক অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শ্যুটারগান, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ মেহেদী হাসান সাকিবকে (১৯) আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব-৬ খুলনার অধিনায়ক লে. কর্নেল মোস্তাক আহম্মেদ ও যশোরের কোম্পানি কমান্ডার নাজিউর রহমান পৃথক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।
প্রেস ব্রিফিংয়ে র্যাব জানায়, বৃহস্পতিবার চৌগাছা নির্বাচন অফিসের সাবেক ডাটা এন্ট্রি অপারেটর ইয়াছিন আরাফাত সুমনকে আটক করা হয় জালিয়াতি মামলায়। তিনি ঝিকরগাছার লাউজানি গ্রামের কাজী আবু সিদ্দিকের ছেলে। বৃহস্পতিবার সকালে তাকে বিমানবন্দর এলাকা থেকে আটক করে র্যাব। সুমন চৌগাছা নির্বাচন অফিসে চাকরি করাকালীন জাল জাতীয় পরিচয়পত্র তৈরি করে নানা অনিয়ম করতেন। সেই কারণে তাকে চাকরিচ্যুত করা হয়। এরপর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। তাকে চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে, গোপন খবরের ভিত্তিতে বুধবার রাতে র্যাবের একটি টিম যশোর সদর উপজেলার মোবারককাটি গ্রামে অভিযান চালিয়ে মেহেদী হাসান সাকিবকে আটক করে। সাকিবের বসতবাড়ির দ্বিতীয়তলা থেকে বিশেষ কায়দায় লুকানো বিদেশি পিস্তল, একটি ওয়ান শ্যুটারগান, ম্যাগজিন ও গুলি উদ্ধার করা হয়। আটক সাকিব যশোর ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী। সে নানা অপরাধের সাথে জড়িত। একই এলাকার সোহান নামে এক সন্ত্রাসীর সহকারী সাকিব। তারা ঐ অস্ত্র দিয়ে চাঁদাবাজি, এলাকায় আধিপত্য বিস্তারসহ নানা অপরাধমূলক কর্মকান্ড করে।
সোহান ও সাকিবের বিরুদ্ধে কোতোয়ালি থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। তবে, সাকিবের পরিবারের দাবি, উদ্ধারকৃত অস্ত্র সোহানের। কয়েকদিন আগে তিনি সাকিবের কাছে রাখতে দেন।