মেহেরপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপনে চিত্রাংকন প্রতিযোগিতা
মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরে ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্বদেশ প্রত্যাবর্তন দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সাড়ে তিনটার দিকে জেলা তথ্য অফিসের আয়োজনে শিশু একাডেমি মিলনায়তনে চিত্রাংকন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চিত্রাংকন প্রতিযোগিতায় জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, মীর রওশন আলী মনা, গোলাম মোস্তফা।
চিত্রাংকন প্রতিযোগিতায় ১৫ জন শিশু তাদের রং তুলির আঁচড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্বপ্নের বাংলাদেশর ভিন্ন ভিন্ন দৃশ্য তুলে ধরে।