স্বেচ্ছাসেবকলীগ নেতা আসাদ হত্যা মামলার আসামি সুমন অস্ত্র-গুলিসহ আটক
প্রতিবেদক :
যশোরের স্বেচ্ছাসেবকলীগ নেতা আসাদুজ্জামান আসাদ হত্যা মামলার আসামি সুমন ওরফে মাঠ সুমনকে (৩৫) অস্ত্র-গুলিসহ গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (১৬ ডিসেম্বর) রাতে ঝিনাইদহের কালীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক সুমন ওরফে মাঠ সুমন যশোর শহরের নাজির শংকরপুর মাঠপাড়ার আইয়ুব আলীর ছেলে।
র্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার এম নাজিউর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ৮ নভেম্বর যশোর শহরের বেজপাড়া সাদেক দারোগার মোড়ে স্বেচ্ছাসেবকলীগ নেতা আসাদকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে সুমনসহ ছয়জনের নামে মামলা করেন। ঘটনার পর থেকে সুমনসহ অন্য আসামিরা পলাতক ছিল।
জিজ্ঞেসাবাদে সুমন জানায়, বেজপাড়া কবরস্থান রোডে কলাবাগানে তার অস্ত্র-গুলি রাখা রয়েছে। এসময় তাকে নিয়ে ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধারসহ তাকে আটক করা হয়।
তিনি আরও জানান, সুমনের বিরুদ্ধে আসাদ হত্যা ছাড়াও একাধিক হত্যা, বিস্ফোরক, অস্ত্র এবং মাদক আইনে ১১টি মামলা রয়েছে। আলোচিত এই সন্ত্রাসী যশোর শহরের বেজপাড়াসহ অন্যান্য এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, মাদকসহ কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেয়। তাকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।