যশোরে বৈষম্যবিরোধী বিল পাশের দাবিতে মানববন্ধন
প্রতিবেদক :
যশোরে বৈষম্যবিরোধী বিল অবিলম্বে পাশের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১১ ডিসেম্বর) বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইউআরএম) এর আয়োজনে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা নাগরিক উদ্যোগের সহযোগিতায় এবং বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি বিভূতোষ রায়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সন্তোষ সরকার, আয়নামতি বিশ্বাস, রিপন সরকার, বাবলু দাস প্রমুখ।
বক্তারা বলেন, এখনও আমরা হোটেল বা চায়ের দোকানে গেলে দেখি আমাদের কাপ-প্লেট আলাদা হয়। সমাজে আমাদের আলাদা চোখে দেখা হয়।
বক্তারা জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে আইন কমিশন সুপারিশ করা প্রস্তাবিত বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়নের জোর দাবি জানান।