প্রতিবেদক :
আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে বিশেষ অভিযানের নামে যশোরে শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেছেন নেতৃবৃন্দ। প্রতিরাতেই বাড়ি বাড়ি অভিযান চলছে। এর মধ্যে ফের শুরু হয়েছে মামলা। সবমিলিয়ে দিশেহারা অবস্থায় রয়েছে দলটির নেতাকর্মীরা। অবশ্য বিএনপি এ অভিযানকে গণগ্রেফতার বলে দাবি করেছে। তবে পুলিশ বলছে, কোনো গণগ্রেফতার বা অভিযান চালানোর তথ্য সঠিক নয়, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদেরকেই গ্রেফতার করা হয়েছে।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন বলেন, পুলিশ আবারও গণগ্রেফতারে নেমেছে। গ্রেফতার আতঙ্কে নেতাকর্মীরা বাড়িতে থাকছে না; বন জঙ্গলে রাত কাটছে তাদের।
বিএনপি নেতারা জানান, ১ ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত জেলায় দুই শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা হয়েছে। এর মধ্যে গ্রেফতার হয়েছে শতাধিক নেতাকর্মী। এসব মামলাগুলো বেশিরভাগ পুলিশ নিজেই বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরকদ্রব্য আইনে মামলা করেছেন। সর্বশেষ বুধবার রাতে জেলা বিএনপির সদস্য সচিব সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন ও সদস্য মিজানুর রহমান খানের বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। এছাড়া এই রাতেই নগর বিএনপি ও যুবদলের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বিএনপি নেতারা বলছে, অভিযানে বিএনপি নেতাদের বাড়িতে অভিযান চালানো হবে, এমন আশঙ্কা আগে থেকেই ছিল। কিন্তু অভিযান এত জোরালো হবে সেটি তারা বুঝতে পারেননি। গ্রেপ্তার এড়াতে অনেক নেতা এখন এলাকা ছেড়েছেন। কোন থানায় কে আটক বা মামলা হচ্ছে- এই তথ্যও কেউ জানাতে পারছে না। মামলা যতই করুক না কেন আমাদের নেতাকর্মীরা ঢাকার সমাবেশে যোগ দেবে।
এ ব্যাপারে জেলা বিএনপির সদস্য সচিব সাবেরুল হক সাবু বলেন, ঢাকার সমাবশেকে বানচাল করতে সরকার গায়েবি মামলা দিচ্ছে। যতই হামলা-মামলা করা হোক না কেন, বিএনপির আন্দোলনকে রুখতে পারবেনা। আমরা সব বাঁধা উপেক্ষা করে ঢাকার সমাবেশ সফল করব। বুধবার (৭ ডিসেম্বর) রাতে বিএনপি নেতাদের বাড়িতে অভিযান পরিচালনা করেছে। প্রতিরাতেই বাড়ি বাড়ি অভিযান ও গণগ্রেফতার করা হচ্ছে। এখন পর্যন্ত শতাধিক নেতাকর্মী গ্রেফতার হয়েছেন। সবাই এখন কারাগারে রয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি তাজুল ইসলাম বলেন, যাদের আটক করা হয়েছে তারা বিএনপি নেতাকর্মী কিনা বলতে পারব না। যাদের নামে বিস্ফোরকদ্রব্য মামলা রয়েছে তাদেরই গ্রেফতার করছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বেলাল হোসাইন বলেন, গণগ্রেফতার বা অভিযান চালানোর তথ্য সঠিক নয়; যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদেরকেই গ্রেফতার করা হয়েছে।