যশোরে ছুরিকাঘাতে আহত আলোচিত বুনো আসাদের মৃত্যু
প্রতিবেদক :
যশোরর শহরের বেজপাড়ার আলোচিত জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ ওরফে বুনো আসাদ ১২ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে না ফেরার দেশে চলে গেছেন। আজ সোমবার (২১ নভেম্বর) বেলা ১২টার দিকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বাড়ি শহরের বেজপাড়া বুনোপাড়া এলাকার বনানী রোডে।
আসাদুজ্জামান আসাদের ছোটভাই সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৮ নভেম্বর সন্ধ্যারাতে বেজপাড়া সাদেক দারোগার মোড়ে তার ভাইকে ছুরিকাঘাত করে চিহ্নিত সন্ত্রাসীরা। তাকে প্রথমে যশোর আড়াইশ’ শয্যা হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। সোমবার বেলা ১২টার দিকে তাকে অপারেশন করার সময় তিনি মারা যান।
আসাদের ছোটভাই সাইদুর রহমান বলেন, এই ঘটনায় আমি বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছিলাম। আসামিরা হলো বেজপাড়া কবরস্থান সড়কের একাধিক মামলার আসামি খাবড়ি হাসান, আকাশ, চঞ্চল ও বিপ্লব।
এব্যাপারে যশোর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম চৌধুরী জানান, বুনো আসাদের মৃত্যুর খবর শুনেছি। ওই হামলার ঘটনায় এক সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করা হয়েছে। বাকিরা আদালতে আত্মসমর্পণ করেছে।
উল্লেখ্য, বুনো আসাদের বিরুদ্ধেও হত্যা, অস্ত্র, বোমাবাজি, চাঁদাবাজিসহ কয়েক ডজন মামলা ও অভিযোগ রয়েছে।