Take a fresh look at your lifestyle.

অভয়নগরে বিশ্বকাপ উন্মাদনা

0

অভয়নগর প্রতিনিধি :
কাতার বিশ্বকাপ ফুটবলকে ঘিরে অভয়নগর উপজেলায় ভক্ত সমর্থকদের মাঝে উন্মাদনা শুরু হয়েছে। ব্রাজিল, আর্জেন্টিনাসহ বিভিন্ন দেশের পতাকা আর জার্সিতে নিজেদের রাঙিয়ে তুলেছেন সমর্থকরা।

কাতার বিশ্বকাপ ফুটবল আসরে ৩২টি দল খেলচ্ছে। বাংলাদেশের ফুটবলপ্রেমীদের একটা বড় অংশ অবশ্য আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থক। প্রিয় দলের প্রতি ভালোবাসা দেখাতে সমর্থকদের মধ্যে উন্মাদনার শেষ নেই। উন্মাদনার এমন নিদর্শন দেখা গেল নওয়াপাড়ার প্রফেসরপাড়ায়। মোহাম্মাদ মামুন শেখ একজন পেয়ারা বিক্রেতা। তিনি রঙতুলি নিয়ে প্রিয় দলের সমর্থনে নিজের বাড়ির দেয়াল ও রাস্তার পাশে থাকা খালি জায়গায় এ কাজ করছেন। এছাড়াও তিনি এলাকার বিভিন্ন দেয়ালে আর্জেন্টিনার পতাকার আদলে এঁকেছেন ফুটবল তারকা মেসির ছবি। রাঙিয়েছেন আর্জেন্টিনার পতাকা। ফুটবলপ্রেমীরা দূরদূরান্ত থেকে ভিড় করছেন মেসির ছবি ও সুন্দর কারুকার্য দেখতে। নিজের প্রিয় দলের সমর্থনে ইতিমধ্যে তৈরি করা হয়েছে রঙ-বেরঙের পতাকা। এছাড়াও বাসার ছাদে, রাস্তার পাশে শোভা পাচ্ছে বিভিন্ন দেশের এসব পতাকা। কেউ কেউ নিজ বাড়ির দেওয়াল আঁকছেন প্রিয় তারকার ছবি ও পতাকা।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে বিশ্বকাপ ফুটবল নিয়ে বিস্তর আলোচনা। নওয়াপাড়া বাজার, তালতলা, রাজঘাট, গাজীপুর, পায়রা বাজার ঘুরে দেখা যায়, বিভিন্ন বাসাবাড়ির ছাদে উড়ানো হয়েছে ব্রাজিল, আর্জেন্টিনার, ফ্রান্সসহ বিভিন্ন দেশের পতাকা। সাজানো হয়েছে বাড়ির দেওয়াল। বিশেষ করে আর্জেন্টিনার সমর্থকদের মাঝে বেশি উন্মাদনা লক্ষ করা গেছে। আর্জেন্টিনা ভক্ত মোহাম্মাদ মামুন শেখ জানান, আমি পেশায় একজন পেয়ারা বিক্রেতা। সারাদিনের কাজ শেষ করে আর্জেন্টিনার সমর্থনে নিজ বাড়ির দেওয়ালে প্রিয় তারকার ছবি এঁকেছি। আশাকরি এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা শিরোপা জিতবে।

ব্রাজিল সমর্থক মুন্না বিশ্বাস জানান, প্রিয় দলকে ভালোবেসে ও সমর্থন দিতে বাড়ির ছাদে ব্রাজিলের পতাকা উড়িয়েছি। আবিদ হোসেন নামের একজন ফ্রান্সের ভক্ত জানান, যে যাই বলুক এবারের বিশ্বকাপ ফ্রান্সই জিতবে।

Leave A Reply

Your email address will not be published.