Take a fresh look at your lifestyle.

২৪ নভেম্বরের জনসভা হবে জনসমুদ্র

জনসভাস্থল পরিদর্শনকালে শেখ হেলাল এমপি

0

প্রতিবেদক :
শেখ হেলাল উদ্দীন এমপি বলেছেন, ২৪ নভেম্বরের জনসভা হবে জনসমুদ্র। সেদিন ভাষণ দেবেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তার জনসভাকে কেন্দ্র করে যশোরসহ গোটা খুলনা বিভাগের নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

আজ রোববার (২০ নভেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন।

শেখ হেলাল এমপি আরও বলেন, এই অঞ্চলের মানুষ অধির আগ্রহ নিয়ে বসে আছে। তারা চায়, দেশের উন্নয়নের রূপকার জননেত্রী শেখ হাসিনার কথা শুনতে। এজন্য উন্মুখ হয়ে রয়েছে লাখ লাখ মানুষ। সবার মাঝেই বিরাট উৎসাহ লক্ষ্য করছি আমরা।

শেখ হেলাল এমপি প্রায় একঘণ্টা অবস্থান করেন জনসভাস্থল যশোর শামস্ -উল-হুদা স্টেডিয়াম ও ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ এলাকা। তিনি সমাবেশস্থল ও আশপাশের এলাকার খুঁটিনাটি পর্যবেক্ষণসহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।

জনসভাস্থলে যাতে সবাই নির্বিঘ্নে পৌঁছাতে পারে, সে লক্ষ্যে তিনি দলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন। তিনি তার সাথে থাকা দলের কেন্দ্রীয় নেতাসহ স্থানীয় এমপি ও দলের শীর্ষ পর্যায়ের নেতাদের নানা দিকনির্দেশনা দেন। একইসাথে তিনি প্রশাসনের কর্মকর্তাদেরও জনসভাস্থলে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে নানা পরামর্শ দেন।

এ সময় শেখ হেলাল এমপির সাথে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, কেএম কামাল হোসেন, যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি, যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান, শেখ তন্ময় এমপি প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে, যশোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা ঘিরে স্থানীয় আওয়ামী লীগ চাঙা হয়ে উঠেছে। সমাবেশে পাঁচ লক্ষাধিক মানুষের উপস্থিতি নিশ্চিত করতে নানা কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।

জনসভা সফল করতে নেতারা জেলার আটটি উপজেলা, আটটি পৌরসভা ও ৯৩টি ইউনিয়নে গণসংযোগ করছেন। আটটি উপকমিটি গঠন করা হয়েছে। দলটির নেতাদের দাবি-জনসভা ঘিরে তৃণমূল চাঙা হয়েছে। সাধারণ মানুষ ও নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে।

১৯৭২ সালের ২৬ ডিসেম্বর যশোর স্টেডিয়ামে ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই দিনের ঐতিহাসিক জনসভায় মানুষের ঢল নেমেছিল। জনসমুদ্রে পরিণত হয়েছিল। একই মাঠে ৫০ বছর পর আগামী ২৪ নভেম্বর জনসভায় ভাষণ দেবেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী সর্বশেষ ২০১৭ সালের ৩১ ডিসেম্বর যশোর কেন্দ্রীয় ঈদগাহে জনসভায় ভাষণ দেন।

Leave A Reply

Your email address will not be published.