Take a fresh look at your lifestyle.

যশোরে ট্রান্সজেন্ডার ডে উদযাপন

0

প্রতিবেদক :
যশোরে নানা আয়োজনে তৃতীয় লিঙ্গের সদস্যরা ট্রান্সজেন্ডার ডে উদযাপন করেছে। দিবসটি উপলক্ষে আজ রোববার (২০ নভেম্বর) দিনব্যাপি কর্মসূচি পালিত হয়। বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে অর্পণ মানব কল্যাণ সংস্থার অংশগ্রহণে দিবসটি উদযাপিত হয়।

সকালে কালেক্টরেট চত্বরে বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান। র‌্যালিটি শহর প্রদক্ষিণ করে প্রেসক্লাবে এসে শেষ হয়। পরে ট্রান্সজেন্ডার ডে অফ রিমেমব্রেন্স উপলক্ষে যশোর প্রেস ক্লাবে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন ডেপুটি সিভিল ডা. নাজমুস সাদিক, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক নাজিম উদ্দিন ও সহকারী তথ্য অফিসার এলিন সাঈদ উর রহমান।

এছাড়াও অতিথি ছিলেন বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির প্রজেক্ট কো-অর্ডিনেটর শাহরিয়ার হোসেন, অর্পণ মানব কল্যাণ সংস্থার সভাপতি মো. মোসলেম শেখ বাবু, এফপিএবি জেলা কর্মকর্তা আবিদুর রহমান। সভায় সভাপতিত্ব করেন যশোরের হিজড়া গুরু তাপসী দে চাঁদনী।

দিনব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে বিকেলে এফপিএবি যশোর শাখার সহযোগিতায় অর্পণ মানব কল্যাণ সংস্থার আয়োজনে সংস্থার নিজস্ব কার্যালয়ে হিজড়া ও ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীর মধ্যে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

Leave A Reply

Your email address will not be published.