Take a fresh look at your lifestyle.

যশোরে ‘দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সী’ নিয়ে পাঠচক্র

0

প্রতিবেদক :
যশোর কালেক্টরেট স্কুলে ছোটদের পাঠচক্রে ‘দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সী’ নিয়ে পাঠপ্রতিক্রিয়া, আলোচনা, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) যশোর কালেক্টরেট স্কুলের আয়োজনে ও সপ্তাহে একটি বই পড়ির সহযোগিতায় স্কুলের অডিটোরিয়ামে ছোটদের পাঠচক্র অধ্যয়ন সভা : প্রথম আবর্তন ২০২২ সদস্যদের নিয়ে পাঠপ্রতিক্রিয়া, আলোচনা, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৯৫৪ সালে সাহিত্যে নোবেল বিজয়ী আমেরিকান ঔপন্যাসিক আর্নেস্ট হেমিংওয়ের সাড়া জাগানো উপন্যাস ‘দি ওল্ড ম্যান আ্যান্ড দ্য সী’ নিয়ে শিক্ষার্থীদের পাঠপ্রতিক্রিয়া চলে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের স্থানীয় সরকারের উপ-পরিচালক হুসাইন শওকত।

যশোর কালেক্টরেট স্কুলের অধ্যক্ষ মোদাচ্ছের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন সরকারি মাইকেল মধুসূদন কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ও সপ্তাহে একটি বই পড়ি’র প্রতিষ্ঠাতা শাহজাহান কবীর। অধ্যয়ন সভার সদস্য জান্নাতুন নেহার সঞ্চালনায় সম্মিলিতকণ্ঠে ‘আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে’ পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন অধ্যয়ন সভার সমন্বয়ক সৌমেন্দ্র গোস্বামী।

প্রধান অতিথি সংশ্লিষ্ট বই বিষয়ক প্রাণবন্ত কুইজ সেশন পরিচালনা করেন; শিক্ষার্থীদের আলোচনা উপভোগ করেন। উপন্যাসটি নিয়ে তিনি আলোচনা করেন এবং শিক্ষার্থীর বই পড়ার বিষয়ে অনুপ্রাণিত করেন। এরপর তিনি শ্রেষ্ঠ প্রতিবেদন লেখক এবং কুইজে বিজয়ী সকল প্রতিযোগীর মাঝে পুরস্কার বিতরণ করেন।

 

Leave A Reply

Your email address will not be published.