Take a fresh look at your lifestyle.

শত বছরের পুরানো নামিদামি মডেলের গাড়ি দেখে উচ্ছ্বসিত যশোরের মানুষ

0

প্রতিবেদক :
প্রায় শত বছরের পুরানো নামিদামি মডেলের ২০টি গাড়ি নিয়ে ৪৩ জনের বিদেশি একটি পর্যটকদল গাজীপুর থেকে যশোরে এসে পৌঁছেছে। বাংলাদেশের মানুষ, প্রকৃতিতে সবুজের সমারোহ, সংস্কৃতি ও আতিথেয়তায় মুগ্ধ আন্তঃদেশীয় গাড়ি শোভাযাত্রা দলটি।

আজ বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে তারা যশোরের জাবির হোটেল ইন্টারন্যাশনালে এসে পৌঁছান। হোটেলে রাত্রিযাপন শেষে শুক্রবার সকালে তারা বেনাপোল দিয়ে ভারতে প্রবেশ করবেন।

সূত্র জানায়, গত ৬ নভেম্বর সকালে পর্যটক দলটি সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে ইউরোপ-আমেরিকার ২০টি ক্ল্যাসিক্যাল গাড়ি নিয়ে কার্ণেল সুবিধার আওতায় ৪৩ জনের এই দলটি বাংলাদেশে প্রবেশ করে। দলটি ৬ দিন বাংলাদেশের মাটিতে ভ্রমণ করে ১১ নভেম্বর বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ছাড়বে। গত ২০ অক্টোবর থেকে শুরু হওয়া আন্তর্জাতিক ইস্ট ইন্ডিয়া হিমালয় ভিনটেজ কার র‌্যালিতে অংশ নেওয়া দলটি এ বছর বাংলাদেশসহ তিনটি দেশ ভ্রমণ করবে। ২৪ দিনের ভ্রমণে ৩ হাজার ২৪৪ কিলোমিটারের পথ পাড়ি দিয়ে র‌্যালিটি ১২ নভেম্বর কলকাতায় গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

প্রায় শত বছরের পুরানো নামিদামি মডেলের গাড়ি দেখে উচ্ছ্বসিত যশোরের মানুষ। মানুষজন রাস্তায় দাঁড়িয়ে থেকে গাড়ি র‌্যালি দেখেন।

হাফিজুর রহমান নামে ৬০ বছর বয়সের এক পথচারী বলেন, আমার বয়সে আগে এমন ডিজাইনের গাড়ি দেখিনি। প্রথম স্ব চোখে দেখছি। অনেক ভালো লাগলো।

কলেজ ছাত্রী নাবিলা রহমান বলেন, টেলিভিশনে বিদেশি চ্যানেলে এসব গাড়ি দেখেছি। তবে আজ বাস্তবে দেখতে পেয়ে দারুন লাগছে। আমি ফোনে ভিডিও করেছি বাড়িতে গিয়ে ছোটভাইকে দেখাব।

ইউরোপের ৭টি দেশ আমেরিকা, সুইজারল্যান্ড, জাপান, নেদারল্যান্ড, অস্ট্রেলিয়া, পোল্যান্ড এবং ফ্রান্সের নাগরিকরা ঐতিহাসিক ভ্রমণে অংশ নিচ্ছেন। শত বছরের পুরনো মডেলের গাড়ি ভ্রমণপিপাসু পর্যটক ভ্রমণের উদ্দেশ্যে ভারত হয়ে তামাবিল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। প্রতিবছর তারা এই অ্যাডভেঞ্চার আনন্দ শোভাযাত্রা করে থাকেন।

দি জার্নি ওয়ালেটের ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান জানান, পযটক দলটি বাংলাদেশে এসে অনেক খুশি হয়েছে। এ দেশের সংস্কৃতি, আচার-আচরণ তাদের পছন্দ হয়েছে। এদের অনেক গাড়ি ৮০-১০০ বছরের পুরানো। তারা বাংলাদেশের প্রকৃতি ও সৌন্দর্য দেখে অভিভূত।

র‌্যালিতে অংশ নেয়া ইউরোপিয়ানরা জানিয়েছেন, কেবল ভ্রমণের উদ্দেশ্যে র‌্যালির আয়োজন করা হলেও তারা ভারত, ভুটান ও বাংলাদেশের প্রকৃতি এবং মানুষের জীবন আচার দেখে অভিভূত। এই র‌্যালিতে আনন্দ উপভোগের সাথে সাথে অভিজ্ঞতাও অর্জন করেছেন তারা।

Leave A Reply

Your email address will not be published.