বেনাপোল স্থলবন্দরে অগ্নিকান্ড, ক্ষতির হাত থেকে রক্ষা
প্রতিবেদক :
যশোরের বেনাপোল স্থলবন্দরে আবারও অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রæত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে বন্দরের ৩২ নম্বর পণ্যাগারের অফিস কক্ষে আগুন লাগে। ফায়ার সার্ভিস কর্মীদের দুটি ইউনিট আধা ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা পেয়েছে বন্দর।
বন্দরের ৩২ নম্বর কেমিকেল পণ্যগারের অফিস কক্ষের বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারনা করা হচ্ছে। আগুন অফিস কক্ষ থেকে ছড়িয়ে পড়ে পণ্যাগারে। ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হওয়ায় বড় ধরনের ক্ষতি থেকে বেঁচে যায় মালামাল।
ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও বন্দরের ৩২ নম্বর পণ্যাগারের অফিস কক্ষে রাখা আমদানি পণ্যের কাগজপত্র আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে। পণ্যাগারের কিছু আমদানি পণ্যও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বেনাপোল স্থলবন্দর পরিচালক মনিরুজ্জামান বলেন, ফায়ারসার্ভিস কর্মীরা আধা ঘন্টায় আগুন নিয়ন্ত্রণ আনতে পারায় ক্ষয়ক্ষতি তেমন একটা হয়নি। কিছু কাগজপত্র পুড়েছে।