যশোর শহরের হোটেল-বেকারি যেন অখাদ্য-কুখাদ্যের ভাগাড়
প্রতিবেদক :
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর আজ সোমবার (১৭ অক্টোবর) যশোর শহরের দড়াটানা মোড়ের ৩টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
জরিমানাকৃত প্রতিষ্ঠানসমূহের মধ্যে আব্দুস সামাদ হোটেলকে জরিমানা করা হয় ১০ হাজার টাকা। হোটেলটিতে বাসি, পুরানো ঝলসানো মুরগির মাংস (গ্রিল), শিক কাবাব, মাছ ভাজি ও অন্যান্য খাবার পুনরায় বিক্রির উদ্দেশ্যে নোংরা ডিপ ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সাথে সংরক্ষণ করা ছিল।
সিদ্দিক বেকারিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও প্রক্রিয়াকরণ দেখতে পায় অধিদপ্তর। এজন্য জরিমানা করা হয় ৫ হাজার টাকা।
স্পাইসি লাউঞ্জ বার্গার তৈরিতে মেয়াদ উত্তীর্ণ পাউরুটি ব্যবহার এবং বাসি ও বহু পুরানো খাবার পুনরায় বিক্রির উদ্দেশ্যে ফ্রিজে কাঁচা মাংসের সাথে সংরক্ষণ করার অপরাধে জরিমানা করা হয় ৩ হাজার টাকা।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিব অভিযান পরিচালনা করেন।