Take a fresh look at your lifestyle.

প্যালেস্টাইন-ইসরাইল দ্বন্দ্বের উৎস অনুসন্ধান

এম এম কলেজে সেমিনার

0

প্রতিবেদক :
‘প্যালেস্টাইন-ইসরাইল দ্বন্দ্বের উৎস অনুসন্ধান’ শীর্ষক সেমিনার আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের ইতিহাস বিভাগের স্মার্ট ক্লাসরুমে অনুষ্ঠিত হয়েছে।

কলেজ অধ্যক্ষ অধ্যাপক মর্জিনা আক্তার সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক খোন্দকার হাফিজুল ইসলাম।

মূল প্রবন্ধে বলা হয় : ফিলিস্তিনি ভূখন্ড দিনে দিনে দখলের মাধ্যমে প্যালেস্টাইনকে এক অবরুদ্ধ অঞ্চলে পরিণত করেছে ইসরাইল। বিশ্বের পরাশক্তি দেশগুলো ন্যায়বোধ, সুষ্ঠু ও ঐতিহাসিক সত্যকে গ্রহণ করে প্যালেস্টাইন ও ইসরাইলের মধ্যে দ্বন্দ্ব নিরসনে এগিয়ে আসেনি। বরং লক্ষ অর্জনে যে দল (খ্রিস্টান, ইহুদি ও মুসলমান) যখন সুসংগঠিত হয়েছে এবং বৃহৎ শক্তির উপর প্রভাব বিস্তার করতে পেরেছে তখন সে দল সফল হয়েছে। তবে মানবতা ও ন্যায়নীতি উপেক্ষিত হয়েছে।

ইতিহাস বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মো. জিল্লুুর রহমানের সভাপতিত্বে আলোচনা করেন বিভাগের সহকারি অধ্যাপক মো. শাহ্জাহান কবীর ও মো. সুজন মিয়া। বিভাগের সহকারি অধ্যাপক মনিরুজ্জামান স্বাগত বক্তব্য এবং প্রথম আলোর জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম শুভেচ্ছা বক্তব্য রাখেন উন্মুক্ত আলোচনায় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দের কামরুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইতিহাস বিভাগের শিক্ষার্থী স্বপ্না খাতুন ও জান্নাতুল ফেরদৌস।

কলেজ অধ্যক্ষ অধ্যাপক মর্জিনা আক্তার স্মার্ট শ্রেণিকক্ষ ও বিভাগের চারটি ক্লাবের উদ্বোধন করেন, ছবি : কপোতাক্ষ

প্রবন্ধ উপস্থাপনের আগে স্মার্ট শ্রেণিকক্ষ ও বিভাগের চারটি ক্লাবের উদ্বোধন করেন প্রধান অতিথি অধ্যক্ষ মর্জিনা আক্তার। ক্লাব চারটি হলো : ইতিহাস ক্লাব, ইতিহাস বিতর্ক সংসদ, ইতিহাস কুইজ ক্লাব ও গ্রিন ক্লাব।

আয়োজকেরা বলেন, পাঠ্যসূচির বাইরেও শিক্ষা ও সংস্কৃতির বিকাশের জন্যে এসব ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের সহ শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে।

Leave A Reply

Your email address will not be published.