Take a fresh look at your lifestyle.

প্রথম বিভাগ কাবাডিতে চ্যাম্পিয়ন ঘোপ নওয়াপাড়া প্রিমিয়ারে রংধনু

0

ক্রীড়া প্রতিবেদক : যশোর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও কাবাডি পরিষদের সহযোগিতায় প্রথম বিভাগ কাবাডিতে চ্যাম্পিয়ন হয়েছে ঘোপ নওয়াপাড়া স্পোর্টি ক্লাব। সোমবার যশোর ঈদগাহ ময়দানে ফাইনাল ম্যাচে তারা ৪০-১৪ পয়েন্টের ব্যবধানে যশোর টিটি ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অপরদিকে প্রিমিয়ার ডিভিশনে চ্যাম্পিয়ন হয়েছে রংধনু ক্রীড়া চক্র। সৌখিন ক্রীড়া চক্রকে ৪০-২৭ পয়েন্টের ব্যবধানে পরাজিক করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রংধনু ক্রীড়া চক্র।
খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হেসেবে উপস্থিত থেকে ট্রফি তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির সহ জেলা ক্রীড়া সংস্থার সকল সদস্যরা।

Leave A Reply

Your email address will not be published.