Take a fresh look at your lifestyle.

যশোরে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

দেয়া হলো ৭ লাখ ১৪ হাজার টাকা

0

প্রতিবেদক :
দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সুগম করতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) যশোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এডুকেশনাল, চেরিট্যাবল এন্ড হিউম্যানিটারিয়ান অর্গানাইজেশনের (ইকো) সহযোগিতায় এবং বেসরকারি সংস্থা আমান বাংলাদেশের বাস্তবায়নে এই শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে যশোর-খুলনা-সাতক্ষীরার বিভিন্ন সরকারি মেডিকেল, প্রকৌশল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়–য়া ৫৩ জন দরিদ্র মেধাবি শিক্ষার্থীদের মাঝে ৭ লাখ ১৪ হাজার টাকার বৃত্তির চেক তুলে দেন প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার অনুপ দাস।

যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলার সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর মেডিকেল কলেজের প্রভাষক ডা. আলাউদ্দিন আল মামুন, ঘাতক দালাল নির্মূল কমিটি যশোরের সভাপতি হারুন অর রশিদ, সচেতন নাগরিক কমিটি সনাকের সভাপতি অধ্যক্ষ শাহীন ইকবাল।

বণিক বার্তার যশোর প্রতিনিধি ও আমান বাংলাদেশের যশোরের সমন্বয়ক আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা বিস্তার ও উন্নয়নে ইকো ও আমান যৌথভাবে বাংলাদেশে সাধারণ ও কারিগরি সকল অঙ্গনে সার্থক ভ‚মিকা রেখে চলেছে। শিক্ষাবৃত্তি প্রদানের মাধ্যমে দরিদ্র ও সুবিধাবঞ্চিত ছাত্র-ছাত্রীদের শিক্ষার সুযোগ করে তাদের নতুনভাবে বড় হওয়ার যে স্বপ্ন দেখাচ্ছে, তা অভাবনীয় এবং প্রশংসার দাবিদার। দেশের সকল বিত্তবান লোক ও সংস্থাকে এ ধরনের উদ্যোগ গ্রহণের জন্য আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে শিক্ষাবৃত্তির চেক গ্রহণকালে যবিপ্রবির শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহমুদার রহমান একেবারেই দরিদ্র পরিবার থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত উঠে আসার স্মৃতিচারণ করে বলেন, আমার পরিবারে সংসার চালাতে কৃষিজীবি বাবার অনেক কষ্ট করতে হয়। সেখানে আমি ও আমার বোন পৃথক দুটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। অনেক সময় টিউশনি করে নিজের পড়াশোনাসহ বাড়ির সংসারও চালাতে হয়। যবিপ্রবিতে অধ্যয়নরতকালে ইকো সংস্থাটি আমাকে শিক্ষাবৃত্তি দিয়ে আসছে। এতে আমার পড়াশোনার পথ সুগম করেছে। এজন্য সংস্থা দুটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি।

যশোর মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তামান্না তাসমিম বলেন, বাবা একটি মাদ্রাসাতে শিক্ষকতা করাকালীন স্ট্রোক করেন। এর পরেই বাবার চিকিৎসা আর আমার পড়াশোনা ব্যাহত হয়। ইকোর সহযোগিতায় শিক্ষাবৃত্তি আমার উচ্চশিক্ষার পথ সুগম করেছে। আমি এখন ভালোভাবে পড়াশোনা করতে পারছি।

আমেরিকা ভিত্তিক সেবা সংস্থা অ্যাসোসিয়েশন ফর ম্যাস অ্যাডভান্সম্যান্ট নেটওয়ার্ক (আমান) সহযোগিতায় স্বেচ্ছাসেবী ও উন্নয়ন সংস্থা ইকো দীর্ঘদিন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সুগম করতে শিক্ষাবৃত্তি প্রদান করে আসছে। চলতি বছর সারা দেশে সংস্থাটি ২৫০ জন শিক্ষার্থীকে এককালিন অর্থ প্রদান করছে। মেডিকেল শিক্ষার্থীদের ১৫ হাজার এবং প্রকৌশল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ১২ হাজার টাকা করে প্রদান করছে।

Leave A Reply

Your email address will not be published.