Take a fresh look at your lifestyle.

বেনাপোলে ২ কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

0

প্রতিবেদক :
যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে পাচারের সময় ২ কোটি টাকা মূল্যের ২০টি স্বর্ণের বারসহ রিদয় হোসেন (২৫) নামের এক যুবককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) সদস্যরা।

আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বেনাপোল সীমান্তের পুটখালী-বালুন্ডা সড়কের উপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।আটককৃত স্বর্ণের ওজন দুই কেজি ৩৩৩ গ্রাম।

আটক রিদয় হোসেন বেনাপোল পৌরসভার কাগজপুকুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তানভীর রহমান জানান, ফোর্স নিয়ে পুটখালী বালুন্ডা সড়কে অভিযান পরিচালনা করে সন্দেহভাজন ওই ব্যক্তির হাতে থাকা একটি শপিং ব্যাগসহ তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা শপিং ব্যাগ তল্লাশি করলে ২০টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন দুই কেজি ৩৩৩ গ্রাম এবং আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা। আটককৃত স্বর্ণের বারগুলো সুইজারল্যান্ডে তৈরি লেখা ছিল।

আটককৃত স্বর্ণপাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

 

Leave A Reply

Your email address will not be published.