Take a fresh look at your lifestyle.

যশোরের সিনিয়র আইনজীবীর সাথে জুনিয়রের অসাদাচরণের আভিযোগ

0

প্রতিবেদক :
যশোর আদালতে একটি দেওয়ানি মামলা করে দেয়ার কথা বলে সাড়ে ১৫ হাজার টাকা আত্মসাত ও অসাদাচরণের অভিযোগে অ্যাডভোকেট লতিফুর রহমান খোকনের বিরুদ্ধে জেলা আইনজীবী সমিতিতে একটি অভিযোগ দেওয়া হয়েছে। আজ বুধবার সিনিয়র অ্যাডভোকেট হায়দার আলী এ অভিযোগ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সমিতির সভাপতি অ্যাডভোকেট শরীফ নূর মোহাম্মদ আলী রেজা।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, আদালতে একটি দেওয়ানি মামলা করার জন্য লতিফুর রহমান খোকনের কাছে ১২ হাজার টাকা ও কাগজপত্র দেন অ্যাডভোকেট হায়দার আলী। পরবর্তীতে হায়দার আলী আরও সাড়ে তিন হাজার টাকা দেন খোকনকে। দীর্ঘদিন অতিবাহিত হলেও তিনি মামলাটি আদালতে দাখিল করেননি। হায়দার আলী কাগজ ও টাকা ফেরত চাইলে খোকন ১৩ সেপ্টেম্বর তার বাড়ি যেতে বলেন। এদিন বিকেলে খোকনের বাড়ি গেলে তিনি তাকে পাঁচ হাজার টাকা ও কাগজপত্র ফিরিয়ে দেন। এসময় বাকি টাকা ফেরত চাইলে খোকন তার সাথে অশোভন আচরন করেন। একপর্যায়ে হায়দার আলীকে তার বাড়ি থেকে বের করে দেন। এতে সিনিয়র আইনজীবীর মানহানি ও মামলা দাখিল না করায় ক্ষতি হওয়ায় তিনি সমিতির কাছে ন্যায়বিচার চেয়ে এ অভিযোগ দিয়েছেন।

 

Leave A Reply

Your email address will not be published.