Take a fresh look at your lifestyle.

বিএনপি নেতা টিএস আইয়ুবকে যশোর থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ

0

প্রতিবেদক :
বিএনপি নেতা টিএস আইয়ুবকে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে তাকে যশোর কারাগার থেকে ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার ফোরকান ওয়াহিদ। টিএস আইয়ুব জাতীয়তাবাদী কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও যশোরের বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি। তিনি বাঘারপাড়ার কয়ালখালী গ্রামের মৃত হাজী আব্দুল বারী বিশ্বাসের ছেলে।

আদালত ও কারাগার সূত্র জানায়, ভুয়া এলসির মাধ্যমে প্রায় ২১ কোটি ২৫ লাখ টাকা আত্মসাতের মামলায় সাইমেক্স লেদার প্রোডাক্টস লিমিটেডের এমডি তালহা শাহরিয়ার আইয়ুব (ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব) ও তার স্ত্রী পরিচালক তানিয়া রহমানসহ সাতজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে ঢাকার বিশেষ জজ আদালত-৮।

গত ২৯ জুলাই মামলার শুনানি শেষে তাদের বিরুদ্ধে এ আদেশ দেন বিচারক। তবে নাশকতার পরিকল্পনা ও বিস্ফোরক মামলায় তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে আটক থাকায় তাকে শ্যোন অ্যারেষ্ট দেখানো হয়। ওই মামলায় তাকে যশোর থেকে ঢাকাতে পাঠানো হয়।

Leave A Reply

Your email address will not be published.