Take a fresh look at your lifestyle.

অভয়নগর থানার ওসির দুর্গাপূজা মন্দির পরিদর্শন

0

প্রতিনিধি, অভয়নগর :
আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে আয়োজনে অভয়নগর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। এরই অংশ হিসেবে অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান গত কয়েকদিন উপজেলার বিভিন্ন মন্দির ও মণ্ডপ পরিদর্শন করেছেন।

আজ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বিভিন্ন মন্দির ও মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, দফতর সম্পাদক শাহিন আহমেদ, নির্বাহী সদস্য রবিউল ইসলাম বিশ্বাস, থানার এসআই নিয়ামুল হক ও বিভিন্ন পূজা মন্দিরের সভাপতি ও সম্পাদক, বিট পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ওসি জানান, এলাকার মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে, সেজন্য পুলিশ সবসময় তৎপর রয়েছে। কেউ এলাকার শান্তিশৃঙ্খলা বিনষ্টের পায়তারা করলে পুলিশ কঠোরহস্তে দমন করবে। নাশকতাকারী ও সন্ত্রাসীদের ছাড় নেই উল্লেখ করে দুর্গাপূজা যাতে শান্তিতে ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি সকল মন্দির সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসতে মন্দির কর্মকর্তাদের সরকারের নির্দেশনা অনুযায়ী সকল অনুষ্ঠান সম্পন্ন করার আহ্বান জানান।

Leave A Reply

Your email address will not be published.