
যশোর কালেক্টরেটে ‘সেপ্টেম্বর অন যশোর রোড’
প্রতিবেদক :
অনুপম ঐতিহ্যের নিদর্শন যশোরের কালেক্টরেট ভবন শতবর্ষ পেরিয়ে স্বগৌরবে মাথা উঁচু করে বিমোহিত করছে দেশি-বিদেশি পর্যটকদের। ইতিহাস বহনকারী ৩৬০ দুয়ারী কালেক্টরেট ভবন নামে পরিচিত জেলা প্রশাসকের কার্যালয়টি শৈল্পিক নান্দনিকতার এক অনুপম নিদর্শন। ১৮৮৫ খ্রিস্টাব্দে নির্মিত কালেক্টরেট ভবনটি সময়ের বাঁকে বাঁকে নতুন নতুন রুপে ধরা দিয়েছে যশোরবাসীর কাছে। একতলা হিসেবে নির্মিত ভবনটির মূল কাঠামো ও সৌষ্ঠব বজায় রেখে ১৯৮২ খ্রিস্টাব্দে বাংলাদেশের অন্যতম দর্শনীয় এ ভবনটি দোতলায় পরিণত করা হয়। বর্তমান জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান ভবনটিকে প্রথমে আর্কিটেচারাল লাইটিং, সভাকক্ষের নাম মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত ‘অমিত্রাক্ষর’ ও ‘সনেট’ কবিতার নামে নামাঙ্কিত করেন। এরই ধারাবাহিকতায় ভবনের দোতলার প্রবেশমুখে সিঁড়ির ওপরের স্থানে ফুটিয়ে তোলা হয়েছে টেরাকোটার অনুপম শৈল্পিকতা। মহান মুক্তিযুদ্ধের সাথে একাকার হয়ে গেছে ঐতিহাসিক ‘যশোর রোড’। আমেরিকার কবি অ্যালেন গিন্সবার্গের ছন্দে বিশ্ববাসীর কাছে বার্তা পৌঁছানোর ইতিহাসপ্রসিদ্ধ কবিতা রচিত হয় ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ নামে।
কবিতার শেষ চার লাইন নিয়ে ‘শত শত মুখ হায় একাত্তর যশোর রোড যে কত কথা বলে, এত মরা মুখ আধমরা পায়ে পূর্ব বাংলা কোলকাতা চলে’ অংশটিকে ফুটিয়ে তোলা হয়েছে টেরাকোটার কাজে। যশোর কালেক্টরেট ভবনে দ্বিতীয়তলার প্রবেশমুখে সিঁড়ির ওপরের অংশে অনবদ্য এক শৈল্পিক সুষমায় ফুটে উঠেছে ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ শীর্ষক দেয়ালচিত্রের ম্যুরালে। এখানে কবিতার ৪ লাইন বাংলা এবং ইংরেজিতে লেখা রয়েছে। টেরাকাটায় দেয়ালচিত্রটির শিল্পী মিজানুর রহমান লিটন।

আজ শনিবার (১০ সেপ্টেম্বর) সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এ টেরোকোটা উদ্বোধন করেন। এ সময় সংসদ সদস্য কাজী নাবিল আহম্মেদ, খুলনা বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান চৌধুরী, জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান, সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের সভাপতি সুকুমার দাস, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন, উদীচী যশোরের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি হারুন অর রশীদ উপস্থিত ছিলেন।
এ সময় আর্কিটেকচারাল লাইটিং-এ আলোকিত করা হয় কালেক্টরেট ভবনটিকে, যা বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বন্ধ রাখা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদসহ অতিথিরা কালেক্টরেট ভবন পরিদর্শন করেন। পরে তারা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত যশোর রোড কবিতার উপর নির্মিত গীতিনাট্য দেখেন। শেকড়ের প্রযোজনায় ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ গীতিনাট্য পরিবেশিত হয়।

গীতিনাট্য দেখার পর মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, মুক্তিযুদ্ধের এসব ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরা খুবই জরুরি। এই নাটক দেখে অশ্রু সম্বরণ করা সম্ভব নয়।