যশোরে সাংবাদিক নেতা আকরামুজ্জামানের মায়ের দাফন সম্পন্ন
প্রতিবেদক :
দৈনিক লোকসমাজের স্টাফ রিপোর্টার সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক ও চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি আকরামুজ্জামানের মা ফাতেমা বেগমের (৭৫) দাফন সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার (৯ সেপ্টেম্বর) ভোররাতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বিকেল ৩টায় যশোরের বাঘারপাড়ার রায়পুর ইউনিয়নের শেখের বাথান গ্রামে নিজ বাড়িতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজায় বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিতসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনের নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন বাঘারপাড়া উপজেলা সাবেক চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী, বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, বাঘারপাড়া পৌরসভার সাবেক মেয়র আব্দুল হাই মনা, বর্তমান মেয়র কামরুজ্জামান বাচ্চু, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সহ-সভাপতি রাশেদুল ইসলাম, প্রেসক্লাব যশোরের সম্পাদক এস এম তৌহিদুর রহমান, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, প্রেসক্লাব যশোরের দপ্তর সম্পাদক তৌহিদ জামান, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি এম আইউব, সাবেক সভাপতি শহিদ জয়, যুগ্ম সম্পাদক এস এম ফরহাদ, কোষাধ্যক্ষ এম এ আর মশিউর, দপ্তর সম্পাদক কামরুজ্জামান মনি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাজী রফিকুল ইসলাম, প্রেসক্লাব যশোরের কার্যনির্বাহী কমিটির সদস্য ফিরোজ গাজী, সিনিয়র সাংবাদিক মীর মঈন হোসেন মুসা, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক কোষাধ্যক্ষ ও প্রেসক্লাব যশোরের সদস্য গালিব হাসান পিল্টু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সদস্য, নজরুল ইসলাম বুলবুল প্রমুখ।
জানাজার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা করেন বাঘারপাড়া সিদ্দিকিয়া ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাও. হায়দার আলী, পীরজাদা ইমাদ উদ্দিন, মরহুমার জামাতা মুফতি হাফিজুর রহমান, প্রভাষক রফিকুল ইসলাম, মহিউসসুন্নাহ কওমি মাদরাসার মুহতামিম মাও. মাসুম বিল্লাহ। জানাজার নামাজ পড়ান মরহুমার বড় ছেলে মোহাম্মদ মনিরুজ্জামান।
উল্লেখ্য গত ১ আগস্ট সাংবাদিক আকরামুজ্জামানের পিতা মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম ইন্তেকাল করেন। পিতার মৃত্যুর ৩৯ দিন পর তার মায়ের মৃত্যু হলো।