যশোর বাড়িতে হামলার অভিযোগে আদালতে মামলা
প্রতিবেদক :
যশোর সদর উপজেলার রহেলাপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও মারপিট করে হত্যা চেষ্টার অভিযোগে ১৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। রহেলাপুর গ্রামের ইয়াকুব আলী সরদারের ছেলে কামরুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঞ্জুরুল ইসলাম অভিযোগে তদন্ত করে কোতয়ালি থানার ওসিকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।
আসামিরা হলেন : রহেলাপুর গ্রামের মুনছুর আলী বিশ্বাসের ছেলে মিজানুর রহমান খোকা বাবু, মৃত ময়েজ বিশ্বাসের ছেলে মুনছুর আলী, মিজানুর রহমানের তিন ছেলে দোলন বিশ্বাস, স্বপন বিশ্বাস, হাসনাত, মিজানুর রহমানের স্ত্রী সেলিনা বেগম, মুনছুর আলী বিশ্বাসের পাঁচ মেয়ে কাজল বেগম, পলি বেগম, পাপিয়া বেগম, রুনা বেগম, রিতা বেগম, স্বপন বিশ্বাসের স্ত্রী সেলিনা খাতুন আরা, দোলন বিশ্বাসের স্ত্রী রহিমা খাতুন বেলী ও মুনছুর আলীর স্ত্রী রোকেয়া বেগম।
মামলার অভিযোগে জানা গেছে, ইয়াকুব আলী সরদারের বসতভিটার জমি নিয়ে আসামিদের সাথে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। আসামিরা তার জমি দখল করে উল্টো খুন-জখমের হুমকি দিয়ে আসছিল। গত ২৪ আগস্ট আসামিরা পূর্বপরিকল্পিতভাবে ইয়াকুব আলী সরদারের বাড়িতে হামলা করে। হামলাকারীরা ঘর ভাংচুর, লুটপাট ও বাড়ির লোকজনদের মারপিট করে হত্যা চেষ্টা করে। এছাড়া বাড়ির জমিতে থাকা বিভিন্ন গাছ কেটে নিয়ে যায়। এরমধ্যে পাড়ার লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা চলে যায়। এ ব্যাপারে থানায় অভিযোগ দিলে পুলিশ তা গ্রহণ না করায় তিনি আদালতে এ মামলা করেছেন।