চেয়ারম্যান পদে আওয়ামী লীগের আরও চার জনের মনোনয়নপত্র সংগ্রহ
যশোর জেলা পরিষদ নির্বাচন
প্রতিবেদক :
যশোর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আজ সোমবার (৫ সেপ্টেম্বর) আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আরও চার জন। তারা হলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম হাবিব, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লাইজুজামান এবং জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মুকুল।
এর আগে প্রথমদিনে রোববার (৪ সেপ্টেম্বর) জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলনসহ ১১ নেতা দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে আবার অনেকেই দলীয় কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এ নিয়ে জেলায় মোট দলীয় মনোনয়ন প্রত্যাশী সংখ্যা ১৫ জন।
এদিকে, জেলা রির্টানিং অফিসারের কার্যালয় থেকে আজ সোমবার (৫ সেপ্টেম্বর) প্রথমদিনে ৯ জন সদস্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন সংরক্ষিত ১ আসনে লায়লা খাতুন, ২ আসনে তাসরিন সুলতানা ও রুখসানা ইয়াসমিন পান্না এবং সাধারণ ৩ আসনে তৌহিদুর রহমান, ৫ আসনে জয়নাল আবেদিন, ৭ আসনে গৌতম চক্রবর্ত্তী ও শহিদুল ইসলাম এবং ৮ আসনে এসএম মোহাব্বত হোসেন ও সোহরাব হোসেন।