
যশোরে প্রত্যয় থিয়েটারের অন্তরঙ্গ নাট্য কর্মশালা শেষ
প্রতিবেদক :
মঞ্চ নাটক প্রশিক্ষণ কেন্দ্র প্রত্যয় থিয়েটার যশোরের ‘অন্তরঙ্গ নাট্য চর্চা’ শীর্ষক চার দিনব্যাপি কর্মশালা আজ শনিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় শেষ হয়েছে। ‘শিল্পের তাগিদে শিল্পীর খোঁজে’ শুরু হওয়া এ কর্মশালা ২৪ আগস্ট যশোর জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে শুরু হয়।
সমাপনী অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হুসাইন শওকত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। যশোর সরকারি সিটি কলেজের সহকারী অধ্যাপক ড. সবুজ শামীম আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন যশোর ইনস্টিটিউট নাট্যকলা সংসদের সম্পাদক চুন্নু সিদ্দিকী ও প্রত্যয় থিয়েটারের উপদেষ্টা রাকিবুদৌলা শুভ্র।
বক্তব্য রাখেন কর্মশালার প্রশিক্ষক ভারতের কলকাতা বিভাবন’র পরিচালক সুপ্রিয় সমাজদার।
প্রত্যয় থিয়েটারের পরিচালক শিপন চৌধুরী বলেন, সমাজের বিভিন্ন অসঙ্গতির বিরুদ্ধে নাটক নির্মাণ থিয়েটারের ধর্ম। আমাদের ভাষা নাটক এবং আমরা নাটকের মাধ্যমে সাধারণ দর্শকের বিবেকের সাথে সম্পর্ক স্থাপন করি। এরই ধারাবাহিকতায় প্রত্যয় থিয়েটার যশোরের চারবছরে পদার্পণ উপলক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় ২০ জন তরুণ ও শিশু নাট্যশিল্পী অংশ নিয়েছে বলে তিনি জানান।