চৌগাছায় স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণীর ছাত্রী নিখোঁজ
প্রতিবেদক :
যশোরের চৌগাছায় স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণীর এক ছাত্রী নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল ৭টার দিকে বাড়ি থেকে পায়ে হেঁটে স্কুলের উদ্দ্যেশ্যে সে রওনা হয়। স্কুল ছুটি হলে আর বাড়ি ফিরে আসেনি। শিক্ষকরা জানিয়েছেন ঐদিন মেয়েটি স্কুলেই যায়নি। এ ঘটনায় আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) চৌগাছা থানায় সাধারণ ডায়েরি করেছেন স্কুলছাত্রীর পিতা। নিখোঁজ ভক্তি রানী রায় (১৬) চৌগাছা উপজেলার সিংহঝুলী ইউনিয়নের গরীবপুর গ্রামের অরবিন্দু রায়ের মেয়ে ও গরীবপুর আদর্শ বিদ্যাপীঠের ১০ম শ্রেণীর ছাত্রী।
স্কুলছাত্রীর পিতা অরবিন্দু রায় জানান, তার মেয়ে ভক্তি রানী রায় মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল ৭টার দিকে বাড়ি থেকে পায়ে হেঁটে স্কুলের উদ্দ্যেশ্যে বের হয়। বেলা ৩টার দিকে জানতে পারি মেয়ে স্কুল শেষে বাড়ি ফিরে আসেনি। স্কুলে যোগাযোগ করলে প্রধান শিক্ষক জানান সে ওইদিন স্কুলে উপস্থিত ছিলনা। স্কুলের বান্ধবী ও পরিবারের আত্মীয়দের সাথে যোগাযোগ করেও তার সন্ধান পাইনি। আমি মেয়েকে খুঁজে পেতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি।
চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, স্কুলছাত্রী নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। মেয়েটির সন্ধানের চেষ্টা চলছে।