Take a fresh look at your lifestyle.

২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে : সিনিয়র সচিব

যশোরে ফ্রিল্যান্সিং আইডিয়া শেয়ারিং শীর্ষক সেমিনার

0

২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে : সিনিয়র সচিব
প্রতিবেদক :
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন. এম জিয়াউল আলম বলেছেন, ২০৪১ সালে বাংলাদেশ উন্নত বাংলাদেশে পরিণত হবে। সেইসাথে প্রধানমন্ত্রী ২০৪১ সালে আমাদের দেশকে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখাচ্ছেন। এই স্মার্ট বাংলাদেশে অবকাঠামোর পাশাপাশি সরকার, সমাজ, নাগরিক, শিক্ষক, শিক্ষার্থী সবাই স্মার্টে পরিণত হবে।

তিনি আজ রোববার (২১ আগস্ট) যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে ‘ফ্রিল্যান্সিং আইডিয়া শেয়ারিং’ শীর্ষক সেমিনার এবং সফল ফ্রিল্যান্সারদের মধ্যে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।

সিনিয়র সচিব বলেন, ২০২০ সালে প্রধানমন্ত্রী ফ্রিল্যান্সারদের জন্য আইডি তৈরি করেন এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে তাদের জন্য স্টাটার্স নির্ধারণ করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সুদক্ষ পরামর্শে জ্ঞাননির্ভর এবং বিজ্ঞানসম্মত বাংলাদেশের লক্ষ্য সামনে রেখে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, অর্থনৈতিক উন্নয়নে অন্তরালে থেকে ফ্রিল্যান্সাররা ভূমিকা রাখছেন। শিক্ষার্থীদের যে মেধা, সাহস, শক্তি আছে, তা বিরাট সম্ভাবনার। এই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য একটি ফ্রিল্যান্সার একাডেমি তৈরির বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা ও উন্নয়ন) ড. খন্দকার আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপ-সচিব (উন্নয়ন, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন ও উপ-সচিব (পরিকল্পনা অধিশাখা) মোছা. আসপিয়া আক্তার এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনোয়ার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সেমিনারে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিঢারিং বিভাগের সহকারি অধ্যাপক ড. মোহাম্মদ নাসিম আদনান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের প্রকল্প পরিচালক হুমায়ুন কবীর স্বাগত বক্তব্য রাখেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপ-সচিব তওহীদ আহমদ সজল, সফল ফ্রিল্যান্সার আব্দুল্লাহ আল নোমান ও ঝর্ণা খাতুন বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি সিনিয়র সচিব ৪৮ জন সফল ফ্রিল্যান্সারের মধ্যে ল্যাপটপ বিতরণ করেন।

 

Leave A Reply

Your email address will not be published.