যশোরে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
প্রতিবেদক :
যশোরের ঝিকরগাছায় বাস চাপায় একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ রোববার (২১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নবীনগর প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান (৪০) শার্শা উপজেলার পুটখালী গ্রামের তবি মোড়লের ছেলে।
পুলিশ জানায়, রোববার সকালে হাবিবুর নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে যশোরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথিমধ্যে যশোর-বেনাপোল মহাসড়কের নবীনগর প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে পিছন দিক থেকে আসা যশোর অভিমুখী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। নাভারন হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে হেফাজতে নেয়।
নাভারণ হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক আমিরুজ্জামান বলেন, ঘাতক বাসটিকে শনাক্ত করা যায়নি। সুরতহাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।