Take a fresh look at your lifestyle.

যশোরের হাবুল্লা এখন ‘আমলকি গ্রাম’

0

প্রতিবেদক :
কারও হাতে শাবল, কেউবা কোদাল নিয়ে ঘুরছেন বাড়ি বাড়ি। কয়েকজন আমলকির চারা বোঝাই ভ্যান ঠেলে নিয়ে ঢুকছেন বাড়ির ভেতরে। এরপর বাড়ির মালিকের পছন্দমতো জায়গায় রোপন করছেন আমলকির চারা। শুক্রবার সকাল থেকে বিকেল অবধি এমন দৃশ্য চোখে মেলে যশোরের বাঘারপাড়া উপজেলার হাবুল্লা গ্রাম জুড়ে।

গ্রামটিকে ‘আমলকি গ্রামে’ রূপান্তরের উদ্যোগ নিয়েছে রোটারী ক্লাব অব যশোর। এ উদ্যোগের অংশ হিসেবে প্রথমদিনে আজ শুক্রবার (১৯ আগস্ট) সাড়ে ৪শ’ বাড়িতে একটি করে আমলকি গাছ রোপনের মধ্য দিয়ে গ্রামটিকে আমলকি গ্রাম নামে ঘোষণা করা হয়।

রোটারী ক্লাব অব যশোরের প্রেসিডেন্ট আক্তারুজ্জামান বলেন, ক্লাবের পঞ্চাশ বছরপূর্তি উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছে। প্রত্যেক বাড়িতে পুষ্টির ভান্ডার হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ঔষধি বৃক্ষের উপর জোর দিচ্ছেন। তাই গ্রামের মানুষকে ঔষধি ও অর্গানিক খাদ্য উৎপাদনে উৎসাহিত করতে একেকটি গ্রামে একেক প্রজাতির ঔষধি ফলের নামে পরিচিত করতে চান।

তিনি বলেন, এরই অংশ হিসাবে হাবুল্লা গ্রামের প্রতিটি বাড়ি, ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে আমলকি গাছ লাগিয়ে আমলকি গ্রামে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় দরাজহাট ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন বলেন, এগুলো আমরা রক্ষণাবেক্ষণ করে বড় করব। আমলকি গাছ এই গ্রামের পরিবেশ যেমন রক্ষা করবে, তেমনি এই গ্রামের ভিটামিন সি’র অভাব দূর করবে।

স্থানীয় বাসিন্দা ইমরান হোসেন বলেন, আমরা ক্রমান্বয়ে অ্যান্টিবায়োটিকসহ উচ্চমাত্রার ওষুধের উপর নির্ভর হয়ে পড়ছি। একইসাথে ফসল উৎপাদনে রাসায়নিকের উপর নির্ভরশীল হয়ে পড়ায় খাদ্যের গুণগত মান ও পুষ্টি কিছুই থাকছে না। সুন্দর স্বাভাবিক জীবনযাপনে ভেষজ ওষুধ, জৈব সার ও কীটনাশক এবং অর্গানিক খাদ্য উৎপাদন ও গ্রহণের স্থায়িত্বশীল চর্চা বাড়ানোর বিকল্প নেই। এমন পরিপেক্ষিতে রোটারী ক্লাব অব যশোর সমাজের জন্য যে ভূমিকা রেখেছে সেটা অবশ্যই প্রশংসিত।

আমলকি গাছ বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব যশোরের সেক্রেটারি সেলিম রেজা বাবুল, প্রেসিডেন্ট ইলেক্ট মেহেদী হাসান, সাবেক প্রেসিডেন্ট সাইফুল্লাহ খালেদ, রোটারিয়ান আমিনুর রহমান প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.