
‘সিরিজ বোমা হামলার মাস্টারমাইন্ড বিএনপি’
সিরিজ বোমা হামলাকারীদের বিচার দাবিতে যশোরে আওয়ামী লীগের সভা
প্রতিবেদক :
২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলাকারীদের বিচারের রায় দ্রুত কার্যকর করার দাবিতে আজ বুধবার (১৭ আগস্ট) বিকেলে যশোর জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বলেন, জিয়ার নেতৃত্বে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। সেই জিয়ার সংগঠন বিএনপি সরকার দেশের মধ্যে অস্থিতিশীল সৃষ্টি করতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি সৃষ্টি করে। আগস্টে বিএনপির মদদে জেএমবি ২০০৫ সালে সারা দেশে ৫০০ পয়েন্টে বোমা হামলা চালিয়েছে। বিএনপি থেমে নেই; তারা সবসময় নতুন নতুন পরিকল্পনা করে যাচ্ছে প্রধানমন্ত্রীকে হত্যা করার জন্য।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলেই বাংলাদেশে জঙ্গিদের উত্থান হয়। তারাই জঙ্গিদের লালন-পালন করে আসছে। দেশের মধ্যে অস্থিতিশীল করে স্বাধীনতা বিপন্ন করতে ২০০৫ সালে ৬৩টি জেলায় ৫০০ পয়েন্টে বোমা হামলা চালিয়েছিল নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি। এদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে ১৫ আগস্ট হত্যাকাণ্ড, ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা, ২১ আগস্ট গ্রেনেড হামলা অভিন্ন ষড়যন্ত্রের অংশ। এগুলোর মাস্টারমাইন্ড হচ্ছে বিএনপি। বিএনপির মদদেই সেদিন সারাদেশে সিরিজ বোমা হামলা হয়েছিল।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী রায়হান ও আব্দুল মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মনিরুল ইসলাম মনির, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা মিলি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ ও সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু।