শার্শায় পিতাকে হত্যাচেষ্টা, ছেলের নামে মামলা
প্রতিবেদক :
শার্শার অগ্রভুলোট গ্রামে মারপিট করে হত্যা চেষ্টার অভিযোগে ছেলে সুমনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন তার পিতা। আজ মঙ্গলবার (১৬ আগস্ট) আসামি সুমনের পিতা আহাদ আলী এ মামলা করেছেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরমান হোসেন অভিযোগ আমলে নিয়ে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন।
মামলার অভিযোগে জানা গেছে, আহাদ আলীর তিন ছেলে ও এক মেয়ে। তিনি বাড়ির ১৫ কাঠা জমি তার তিন ছেলের নামে লিখে দিয়েছেন। বাকি ৮ কাঠা জমি তার ছেলে সুমন তার নামে লিখে দেয়ার জন্য চাপ সৃষ্টি করে আসছিল। বিষয়টি তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানান। এতে ক্ষিপ্ত হয় সুমন। গত ১০ আগস্ট অগ্রভুলোট বাজারে আসামির চায়ের দোকানের সামনে পেয়ে সুমন তার পিতাকে জমি লিখে দিতে বলে। তার প্রস্তাবে রাজি না হওয়ায় সুমন তার পিতাকে বেদম মারপিট করে জখম করে। বাজারের লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপতালে ভর্তি করেন।
চিকিৎসা শেষে তিনি বাড়ি ফিরে ছেলের বিরুদ্ধে আদালতে এ মামলা করেছেন।